Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

চুনারুঘাটে ২ হাজার রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা

চুনারুঘাট প্রতিনিধি ॥ চুনারুঘাট উপজেলার বালিয়ারী গ্রামে ঈদ-উল-আযহা উপলক্ষ্যে বৃহস্পতিবার এলাকার দরিদ্র ও অবহেলিত ২ সহস্রাধিক রোগীকে বিনামূল্যে স্বাস্থ্য সেবা দেওয়া হয়েছে। বালিয়ারী তরফদার বাড়ি প্রাঙ্গণে এ ক্যাম্প অনুষ্ঠিত হয়। ক্যাম্পে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ব বিদ্যালয়ের বিশেষজ্ঞ অধ্যাপক ডাঃ কামরুল হাসান তরফদারের নেতৃত্বে মেডিসিন, সার্জারি, চর্ম ও যৌন, নাক-কান-গলাসহ বিভিন্ন বিষয়ের ২০জন বিশেষজ্ঞ চিকিৎসক অংশ নেন। এ ক্যাম্প উপলক্ষ্যে হবিগঞ্জ নাগরিক কমিটির সভাপতি প্রাক্তণ সংসদ সদস্য এডভোকেট চৌধুরী আব্দুল হাই’র সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হবিগঞ্জের জেলা প্রশাসক জনাব মনীন্দ্র কিশোর মজুমদার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুনারুঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মাশহুদুল কবীর, হবিগঞ্জের সাবেক মেয়র আওয়ামীলীগের জাতীয় নির্বাহী কমিটির সদস্য জনাব শহীদ উদ্দিন চৌধুরী, সাংবাদিক মোস্তাক আহমদ তরফদার। চিকিৎসা ক্যাম্পের সার্বিক তত্ত্ব¡াবধানে ছিলেন স্থানীয় উবাহাটা ইউপি চেয়ারম্যান এজাজ ঠাকুর চৌধুরী। উল্লেখ্য যে, উক্ত চিকিৎসা ক্যাম্পে প্রায় ৫ লক্ষাধিক টাকার ঔষধ বিনামূল্যে দেওয়া হয়।