Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

বাহুবল মডেল প্রেসক্লাব সাধারণ সম্পাদক শামছুদ্দিনের মাতার ইন্তেকাল

বাহুবল প্রতিনিধি ॥ বাহুবল মডেল প্রেসক্লাব সাধারণ সম্পাদক, আলিফ-সোবহান চৌধুরী ডিগ্রী কলেজের ক্রীড়া শিক্ষক, অন-লাইন পত্রিকা হবিগঞ্জের সকাল-এর সম্পাদক-প্রকাশক এম. শামছুদ্দিন-এর মা হাজী খুর্শেদা বেগম শনিবার বিকেল সাড়ে ৪টার দিকে নিজ বাড়ি বাহুবল উপজেলার কচুয়াদী গ্রামে ইন্তেকাল করেছেন (ইন্না—– রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৫ বছর। তিনি দুই পুত্র ও ১ কন্যা সন্তান এবং নাতি-নাতনী রেখে গেছেন। ওইদিনই সন্ধ্যা সাড়ে ৭টায় মরহুমার নামাজে জানাযা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়েছে। মরহুমার নামাজে জানাযায়, থানা বিএনপি সভাপতি আলহাজ্ব আকদ্দছ মিয়া বাবুল, বাহুবল কলেজের প্রিন্সিপাল আবদুর রব শাহীন, জামায়াত নেতা শাহজাহান আলী, আব্দুর রউফ বাহার, মীর জামিলুন্নবী ফয়সল, প্রভাষক সাদিকুর রহমান, সামছুল হক মাস্টার, হোসাইন আহমেদ শামীম, প্রভাষক আইয়ূবুর রহমান, প্রভাষক আব্দুল হাই ভূঁইয়া, বাহুবল মডেল প্রেসক্লাব সভাপতি নূরুল ইসলাম নূর, সাংবাদিক নূরুল ইসলাম মনি, সমুজ আলী রানা, এটিএম তামিম, সাইফুর রহমান জুয়েল, নূরুল আমীন, সাজিদুর রহমান, জালাল আখঞ্জী, সিদ্দিকুর রহমান মাসুম, আজিজুল হক সানু, ফয়সল আহমেদ চৌধুরী তাইনুছ, ইসমাইল মাহমুদ ফিরোজ, দিদার এলাহী সাজু, হুমায়ূন কবীর ও সানু প্রমুখ।
এদিকে, হাজী খুর্শেদা বেগম-এর মৃত্যুতে বাহুবল মডেল প্রেসক্লাব-এর সভাপতি নূরুল ইসলাম নূর ও সিনিয়র যুগ্ম সম্পাদক এটিএম তামিম এক যুক্ত বিবৃতিতে গভীর শোক প্রকাশ করেছেন। বিবৃতিতে নেতৃবৃন্দ মরহুমার বিদেহী আত্মার মাগফেরাত কামনা ও শোকাহত পরিবারবর্গের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন।