Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

লাখাইয়ে গ্রাম পুলিশদের মানবেতর জীবন যাপন

আবুল কাসেম, লাখাই থেকে ॥ লাখাইয়ে গ্রাম পুলিশরা মানবেতর জীবন যাপন করছে। ইউনিয়ন পরিষদের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকান্ডসহ নিরাপত্তার দায়িত্ব পালনকারী এসব গ্রাম পুলিশদের ভাগ্যের পরিবর্তন হয়নি। ভাগ্যহীন গ্রাম পুলিশরাই ইউনিয়ন পরিষদের রাজস্ব আদায়, চুরি ডাকাতি, ছিনতাই সহ বিভিন্ন অপরাধ প্রতিরোধে বলিষ্ঠ ভূমিকা পালন করে থাকে। পুলিশের সাথে থেকে আইনশৃংখলা নিয়ন্ত্রনে রাখতে পুলিশকে সর্বাত্মক সহযোগীতা করে আসছে যুগ যুগ ধরে। সামান্য বেতনভাতা পেয়ে গ্রাম পুলিশরা পরিবার পরিজন নিয়ে মানবেতর জীবন যাপন করলেও তাদের খবর কেউ রাখেনা। প্রতিমাসে একজন গ্রাম পুলিশ (দফাদার) সরকারীভাবে ১৩শ টাকা এবং ইউনিয়ন পরিষদ থেকে ৮শ টাকা পেয়ে থাকেন। একজন (চৌকিদার) সরকারীভাবে ১১শ টাকা এবং ইউনিয়ন পরিষদ থেকে ৮শ টাকা পেয়ে থাকেন। সামান্য হলেও নিয়মিতভাবে পেলে কিছুটা হলেও সংসারে অভাব অনটন লাঘব হত। কিন্তু সময়মত সেটাও পাচ্ছেনা না তারা। লাখাই উপজেলায় ৬টি ইউনিয়নে ৬০জন গ্রাম পুলিশ স্বল্প বেতন ভাতা পেয়ে কোন মতে খেয়ে না খেয়ে দিনাতিপাত করছে। এ ব্যাপারে উপজেলা গ্রাম পুলিশ কমিটির সভাপতি মহারাজ মিয়া জানান-এমনিতেই স্বল্প বেতন তাও আবার নিয়মিত পাচ্ছি না। যে কারনে সংসারে অভাব অনটন লেগেই থাকে। কখন যে অভাব ঘুচবে তা তিনি বলতে পারছেন না।” সংশ্লিষ্ঠ কর্তৃপক্ষকে দুঃখ দুর্দশাসহ পোষাকের মান উন্নয়ন, চতুর্থ শ্রেণীর সমপরিমান বেতন ভাতা ও সরকারী সুযোগ সুবিধা প্রদানের দাবী জানান অবহেলিত লাখাইয়ের গ্রাম পুলিশরা।