Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

প্রাণ জেলা প্রশাসক ফুটবল টুর্ণামেন্টে ট্রাইবেকারে চুনারুঘাটের জয়

স্টাফ রিপোর্টার ॥ প্রাণ জেলা প্রশাসক গোল্ডকাপে ফুটবল টুর্ণামেন্টের ২য় খেলায় জয়লাভ করেছে চুনারুঘাট উপজেলা। তীব্র প্রতিদ্বন্দ্বিতাপুর্ণ এই খেলায় ট্রাইবেকারে তারা লাখাই উপজেলাকে পরাজিত করে। নির্ধারিত সময়ে খেলাটি ১-১ গোলে সমতা বিরাজ করলে ট্রাইবেকারে ফলাফল নির্ধারিত হয়। গতকাল বিকেলে জালাল স্টেডিয়ামে শুরু হওয়া খেলায় ছিল আক্রমন আর পাল্টা আক্রমনের প্রদর্শনী। তবে ফাউলের সংখ্যা বেশী হওয়ায় উভয় দলের বেশ কয়েকজন খেলোয়াড় হলুদ কার্ড দেখেন। খেলায় তুলনামুলকভাবে বেশী সুযোগ পেয়েছিল লাখাই উপজেলা দল। খেলায় লাখাইর পক্ষে আমিনুল ইসলাম এবং চুনারুঘাট উপজেলার পক্ষে হারুন গোল করেন। মাঝ মাঠে চমৎকার ক্রীড়া নৈপুন্যের জন্য সেরা খেলোয়াড়ের পুরস্কার পান বিজয়ী চুনারুঘাট দলের জীবন।
খেলা পরিচালনা করেন আব্দুল মতিন, সহকারী রেফারী ছিলেন, আশিক, কাজল ও ফেরদৌস আহমেদ। সেরা খেলোয়াড় নির্বাচিত করেন ফরিদুল হক, হেলাল আহমেদ ও গউছ।
জেলা প্রশাসক মো. জয়নাল আবেদীনের সভাপতিত্বে অতিথি হিসাবে পুরস্কার বিতরণ করেন লাখাই উপজেলা চেয়ারম্যান এডভোকেট মুশফিউল আলম আজাদ, জেলা মহিলা ক্রীড়া সংস্থা সহ সভাপতি ডিসি পতœী মিতা বেগম। উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক আবদুর রউফ, এডিএম সুলতান আলম, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ফরহাদ হোসেন কলি, সহ-সভাপতি আব্দুর রহমান, যুগ্ম-সাধারন সম্পাদক এডঃ সুলতান মাহমুদ, কোষাধ্যক্ষ এডঃ শাহ ফখরুজ্জামান, সদস্য আজম উদ্দিন, মহিউদ্দিন চৌধুরী পারভেজ, বিভৎসু চক্রবর্তী বিভু, সফিকুজ্জামান হিরাজ, আবুল কালাম, হুমায়ন কবির চৌধুরী শাহেদ, জেলা ফুটবল এসোসিয়েশনের সহ-সভাপতি শহিদুর রহমান লাল, ছালেহ আহমেদ, জেলা ফুটবল খেলোয়াড় কল্যান সমিতির সহ-সভাপতি আব্দুল হান্নান সহ উপজেলা নির্বাহী কর্মকর্তাবৃন্দ, নির্বাহী ম্যাজিস্ট্রেটবৃন্দ। ধারাভাষ্যকারের দায়িত্ব পালন করেন শফিউল আলম শাফী।
আগামীকাল খেলায় অংশ গ্রহণ করবে মাধবপুর উপজেলা বনাম নবীগঞ্জ উপজেলা।