Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

আজমিরীগঞ্জে ৭৫০ জন শিক্ষার্থীর ভবিষ্যত অনিশ্চিত

আজমিরীগঞ্জ প্রতিনিধি ॥ আজমিরীগঞ্জে মিয়াধন মিয়া বালিকা উচ্চ বিদ্যালয়ে সিলেট শিক্ষা বোর্ডের সিদ্ধান্ত অমান্য করে বিদ্যালয়ের সকল সহকারী শিক্ষক কর্মচারী গড় অনুপস্থিত থাকায় বিদ্যালয়ের ৭৫০ জন শিক্ষার্থীর ভবিষ্যত অনিশ্চিত হয়ে পড়ে।
জানা যায়, গত ২০১৩ সনের ১১ মে বিদ্যালয়ের প্রধান শিক্ষক তপন তালুকদারকে অর্থ আত্মসাতের অভিযোগ এনে ম্যানেজিং কমিটির সভাপতি মোশারফ হোসেন মোহন তাকে সাময়িক বরখাস্থ করেন ও শরীর চর্চার শিক্ষক ফারুক আহমেদকে দায়িত্ব প্রাপ্ত প্রধান শিক্ষক নিয়োগ করেন। গত ২৯ এপ্রিল ২০১৩ ইং প্রধান শিক্ষক তপন তালুকদার সিলেট শিক্ষা বোর্ড বরাবরে সুষ্ঠ নিরপেক্ষ তদন্তের জন্য আবেদন জানালে ৮ জুন সিলেট শিক্ষাবোর্ডের চেয়ারম্যানের নির্দেশক্রমে বিদ্যালয়ের পরিদর্শক মোঃ কবির হোসেন স্বাক্ষরিত তদন্ত প্রতিবেদনের জন্য আজমিরীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসারকে দায়িত্ব দেন। ৩ জুলাই উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ রোকন উদ্দিন তদন্ত প্রতিবেদন দাখিল করেন। তদন্ত প্রতিবেদনে উল্লেখ করেন দায়িত্ব প্রাপ্ত প্রধান শিক্ষক ফারুক আহমেদের দায়িত্ব বিধি সম্মত নয়। প্রধান শিক্ষক তপন তালুকদারের ওপর আনীত অর্থ আত্মসাতের অভিযোগ মিথ্যা। গত ১৭ জুলাই সিলেট শিক্ষা বোর্ডের বিদ্যালয় পরিদর্শক মোঃ কবির হোসেন স্বাক্ষরিত এক পত্রে প্রধান শিক্ষক তপন তালুকদারকে পুনঃ বহালের নির্দেশ দেন। গত ৭ আগষ্ট বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সকল সদস্যদের উপস্থিতিতে রেজুলেশনের মাধ্যমে পুনঃ বহাল করেন। তারপর পর থেকে দায়িত্ব প্রাপ্ত প্রধান শিক্ষক ফারুক আহমেদ দায়িত্ব হস্তান্তর না করে বিভিন্ন ধরনের টাল বাহানা শুরু করেন। এরই প্রেক্ষিতে গত সোমবার প্রধান শিক্ষক তপন তালুকদার বাদী হয়ে আজমিরীগঞ্জ থানায় একটি সাধারণ ডায়েরী করেন। পরদিন মঙ্গলবার থানার এস আই সোহেল আহমেদ, এ এস আই রেজাউল করিম, কনস্টেবল জামাল উদ্দিন বিদ্যালয়ে গিয়ে সরেজমিনে তদন্তকালে দায়িত্বপ্রাপ্ত সাবেক প্রধান শিক্ষক ফারুক আহমেদকে প্রধান শিক্ষক তপন তালুকদারের নিকট দায়িত্ব হস্তান্তরের নির্দেশ দেন। কিন্তু দায়িত্ব হস্তান্তর না করে গতকাল বুধবার সকল সহকারী শিক্ষক কর্মচারীগণ অনুপস্থিত থাকে। এতে বিদ্যালয়ের প্রধান শিক্ষক তপন তালুকদার বিদ্যালয়ের ৭৫০ জন শিক্ষার্থী নিয়ে বিপাকে পড়েন এবং তাদের ভবিষ্যত অনিশ্চিত হয়ে পড়ে। একটি সূত্র জানায় আজমিরীগঞ্জ পূবালী ব্যাংক শাখায় বিদ্যালয়ের হিসাব নম্বর থেকে ৩ দফায় ৫ লাখ টাকা দায়িত্ব প্রাপ্ত প্রধান শিক্ষক ফারুক আহমেদ উত্তোলন করেন। যার সঠিক কোন হিসেব নেই।