আজমিরীগঞ্জ প্রতিনিধি ॥ আজমিরীগঞ্জ উপজেলা আইন শৃঙ্খলা কমিটির সভা গতকাল সকাল ১১ টায় উপজেলা পরিষদ হলরুমে অনুষ্ঠিত হয়েছে। সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার জুয়েল ভৌমিক ও প্রাথমিক শিক্ষা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) হাসিবুল হকের সন্বালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের নব নির্বাচিত চেয়ারম্যান মোঃ আলাউদ্দিন মিয়া।
আরো বক্তব্য রাখেন- ভাইস চেয়ারম্যান মিলোয়ার হোসেন, মহিলা ভাইস চেয়ারম্যান মাহমুদা আক্তার রেফা, আজমিরীগঞ্জ থানার অফিসার ইনচার্জ ডালিম আহমেদ, আর এম ও ডাঃ সোরাব হোসেন, প্রেসক্লাব সভাপতি শেখ আমির হামজা, জলসূখা ইউনিয়ন চেয়ারম্যান ফয়েজ আহমেদ খেলু, এবিসি সরকারী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুখন সূত্রধর।
উক্ত আইন শৃঙ্খলা সভায় আসছে ঈদুল আজহা যাতে মানুষ নির্বিঘ্নে করতে পারে ও মাদক ও দাঙ্গা হাঙ্গামার প্রতি সজাগ দৃষ্টি রাখার অনুরোধ করেন। বর্তমানে আইন শৃঙ্খলা স্বাভাবিক ও ভাল আছে বলেন বক্তারা।