Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

নবীগঞ্জে শহরে সংঘর্ষের ঘটনা সালিসে নিষ্পত্তি

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ শহরের মাছ বাজারে ক্রেতা ও বিক্রেতার ঘটনাকে কেন্দ্র করে ৭ গ্রামবাসীর সংঘর্ষের ঘটনাটি গতকাল বুধবার বিকালে সালিসের মাধ্যমে নিষ্পত্তি হয়েছে। ফলে শহরবাসীর মধ্যে স্বস্তি ফিরে এসেছে। শেরপুর রোডস্থ শুভেচ্ছা কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত সালিস বৈঠকে সভাপতিত্ব করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আলমগীর চৌধুরী। অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মাওঃ আশরাফ আলী, প্রাক্তণ ইউপি চেয়ারম্যান আব্দুল হাই, আব্দুর রউপ, আ.ফ.ম ফখরুল ইসলাম কালাম, ইমদাদুর রহমান মুকুল, আশিক মিয়া, পৌরসভার ভারপ্রাপ্ত মেয়র আলহাজ্ব ছাবির আহমদ চৌধুরী, ইউপি চেয়ারম্যান আনোয়ারুর রহমান, ইউপি চেয়ারম্যান আবুল খায়ের গোলাপ, ইউপি চেয়ারম্যান এডভোকেট জাবিদ আলী, ইউপি চেয়ারম্যান মুক্তাদির চৌধুরী, ছাইম উদ্দিন, বাজার কমিটির সভাপতি আব্দুল গফুর, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মুজিবুর রহমান সেফু, আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সাইফুল জাহান চৌধুরী, সাবেক ভাইস চেয়ারম্যান ফজলুল হক চৌধুরী সেলিম, বিশিষ্ট মুরুব্বী ডাঃ আজিজুর রহমান, কনা মাষ্টার, এলাইছ মিয়া, আব্দুস শহীদ সাহিদ মিয়া, তৌহিদুল ইসলাম চৌধুরী, আলা উদ্দিন, শাহ রিজভী আহমদ খালেদ, সুন্দর আলী, এড. ফারুক আহমদ, রফিক মেম্বারসহ উপজেলা বিভিন্ন জনপ্রতিনিধি, সামাজিক, রাজনৈতিক ও পেশাজীবি সংগঠনের নেতৃবৃন্দসহ উভয় পক্ষের প্রায় হাজার খানেক লোকের উপস্থিতি ঘটে। সালিস বিচারে বিজ্ঞ মুরুব্বীয়ান উভয় পক্ষের কোন প্রকার জবানবন্দি না শুনে পক্ষদ্বয়ের মধ্যে পরস্পর পরস্পরের মধ্যে সুসম্পর্ক বজায় রাখা এবং শহরের আইনশৃংখলা পরিস্থিতি স্বাভাবিক রাখার জন্য সকলকে আন্তরিক হওয়ার আহ্বান জানান। সেই সাথে সংঘর্ষে আহত লোকদের চিকিৎসা, মাছ বাজার ভাংচুর, লুটপাট, বাঁশ ও গাছের চারা লুটপাটের বিষয়টি স্ব স্ব পক্ষ নিজ নিজ খরচ বহন করবেন বলে সিদ্ধান্ত হয়।