Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

নবীগঞ্জের দেবপাড়া ইউপি’র দু’মেম্বারকে এ্যাওয়ার্ড প্রদান

নবীগঞ্জ প্রতিনিধি ॥ ঢাকাস্থ স্বাধীনতা সংসদ কর্তৃক আয়োজিত মানবাধিকার ও সামাজিক ন্যায় বিচার প্রতিষ্টায় ইউপি মেম্বারদের ভুমিকা শীর্ষক আলোচনা সভা, সাংস্কৃতিক সন্ধ্যা ও শ্রেষ্ট ইউপি মেম্বার এ্যাওর্য়াড ২০১৪ প্রদান অনুষ্ঠান অনুষ্টিত হয়েছে। গত ৬ সেপ্টেম্বর বিকালে ঢাকাস্থ বাংলাদেশ শিশু কল্যাণ পরিষদে অনুষ্টানে সভাপতিত্ব করেন স্বাধীনতা সংসদের উপদেষ্টা মোঃ রফিকুল ইসলাম। এতে প্রধান অতিথি ছিলেন সুপ্রীম কোর্টের সাবেক বিচারপতি মোঃ জয়নুল আবেদীন। প্রধান আলোচক ছিলেন পরিচালক (আইন) ও রাজউকের নির্বাহী ম্যাজিষ্ট্রেট রোকন-উদ-দৌলা। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ মানবাধিকার কমিশনের মহাসচিব এডভোকেট ড. মোহাম্মদ শাহজাহান, নবীগঞ্জের দেবপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এডভোকেট মোঃ জাবিদ আলী। বিশেষ অতিথির বক্তৃতায় ইউপি চেয়ারম্যান এডভোকেট জাবিদ আলী বলেন, আর্র্তসামাজিক উন্নয়ন, মানবাধিকার ও সামাজিক ন্যায় বিচার প্রতিষ্টায় দেবপাড়া ইউনিয়ন পরিষদ গুরুত্বপূর্ণ ভুমিকা রেখে যাচ্ছে। যার প্রমাণ দু’জন ইউপি সদস্য-সদস্যার শ্রেষ্ট এ্যাওয়ার্ডপ্রাপ্তি। পরে অনুষ্টানের বিশেষ অতিথি দেবপাড়া ইউপি চেয়ারম্যান এডভোকেট জাবিদ আলী মানবাধিকার ও সামাজিক ন্যায় বিচার প্রতিষ্টায় গুরুত্বপূর্ণ ভুমিকা রাখার জন্য স্বাধীনতা সংসদ কর্তৃক দেবপাড়া ইউপি মেম্বার হারুন মিয়া ও সংরক্ষিত মহিলা সদস্যা মায়ারুন আক্তার’র হাতে শ্রেষ্ট ইউপি মেম্বার এ্যাওর্য়াড ২০১৪ ইং পদক তোলে দেন। এক পর্যায়ে অনুষ্টানের প্রধান অতিথি ইউপি চেয়ারম্যান জাবিদ আলীকে বিশেষ অতিথির বিশেষ সম্মাননা ক্রেষ্ট প্রদান করেন। উল্লেখ্য, এক সময়ের তুখোড় ছাত্রনেতা নবীগঞ্জ উপজেলার দেবপাড়া ইউনিয়নের চেয়ারম্যান এডভোকেট মোঃ জাবিদ আলী ইতিপূর্বে শ্রেষ্ট চেয়ারম্যান নির্বাচিতসহ সমাজ সেবায় বিশেষ অবদান রাখায় ৩ টি স্বর্ণপদকে ভুষিত হয়েছে। এতে উক্ত ইউনিয়নের ভাবমুর্তি উজ্জল হয়েছে বলে অনেকেই মনে করেন।