Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

চুনারুঘাটের করাঙ্গী নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন ॥ ড্রেজার মেশিনসহ বালু জব্দ

চুনারুঘাট প্রতিনিধি ॥ চুনারুঘাটের করাঙ্গী নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন করায় ড্রেজার মেশিনসহ বালু জব্দ করেছে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মাশহুদুল কবীর। জানা যায়, দীর্ঘদিন যাবৎ প্রভাবশালী চক্ররা করাঙ্গী নদীর রাণীগাঁও-পারকুল সড়ক ব্রীজের নিকট ও শাহাপুরের পূর্ব পাশসহ বিভিন্ন স্থান থেকে বালু খেকোরা অবৈধভাবে বালু উত্তোলন করে আসছে। অবৈধভাবে বালু উত্তোলনের খবর পেয়ে গতকাল সোবমার সকাল ১১টার দিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মাশহুদুল কবীরসহ উপজেলা ভূমি অফিসের কর্মকর্তারা রাণীগাঁও পারকুল ব্রীজের নিকট থেকে ড্রেজার মেশিনসহ বেশকিছু বালু আটক করেন। আটককৃত ড্রেজার মেশিন ও বালুগুলি ইউপি মেম্বারের জিম্মায় দিয়ে আসেন বলে নির্বাহী কর্মকর্তা জানান। উল্লেখ্য যে, উপজেলার করাঙ্গী নদীর আলাপুর, হাকাজুরা, রাজাকোনা, বিশ্রাবন, বড়জুষের জনকোরা, সুতাং নদীর, হলহলিয়া, আমতলি, ইছালিয়া ব্রীজ এলাকা ও সাতছড়ি তেলমা ছড়া এলাকা এবং চন্ডিছড়া চা বাগানের এলাকা থেকে বাগানের ম্যানাজারকে ম্যানেজ করে প্রতিনিয়ত বালু খেকোরা অবৈধভাবে বালু উত্তোলন এবং তাদের ইচ্ছামত যেখানে সেখানে বালুর স্তুপ করে রাখছে। ফলে জনগন চলাচলে নানা দূর্ভোগ পোহাতে হচ্ছে। এদিকে অবৈধ বালু উত্তোলন কারীরা তাদের সুযোগ বুঝে বালু উত্তোলন করে ট্রাক, ট্রাক্টর বোঝাই করে বিভিন্ন স্থানে বিক্রি করছে। এত করে সরকার হারাচ্ছে লাখ লাখ টাকার রাজস্ব। উল্লেখ্য যে, করাঙ্গী নদীর আলাপুর, বড়জুষ এবং সুতাং নদীর হলহলিয়া থেকে অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগে সম্প্রতি ট্রাক্টর বোঝাই বালুসহ বেশ কয়েকটি ট্রাক্টর উপজেলা সহকারী কর্মকর্তা (ভূমি) আটক করে ছিলেন। এরপর কিছুদিন বালু খেকোরা ঘা ঢাকা দিয়েছিল। বর্তমানে ফের বালু খেকোরা বালু উত্তোলন শুরু করেছে। এতে পরিবেশ হুমকির সম্মুখীন হচ্ছে।