Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

হবিগঞ্জ বার লাইব্রেরীর ২২৩ আইনজীবীর তলবী সভা আহ্বান

প্রেস বিজ্ঞপ্তি ॥ হবিগঞ্জ জেলা আইনজীবী সমিতি গত ২৭ আগস্ট সুপ্রীম কোর্টের হাইকোর্ট বিভাগের বিচারপতি নিজামুল হকের সম্মানে নৈশ ভোজ অনুষ্ঠানের আয়োজন করে। এতে বারের সদস্য ও হবিগঞ্জ-৩ আসনের এমপি এডভোকেট মো. আবু জাহিরকে আমন্ত্রন জানানো হয়নি। এই ঘটনায় আইনজীবীদের একাংশের মাঝে বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি হয়। ঐ দিন সরকারী আইন কর্মকর্তা এবং আওয়ামী আইনজীবী সমিতির নেতৃবৃন্দ অনুষ্ঠান বর্জন করেন।
জেলা আইনজীবী সমিতির ২২৩ জন সদস্য এই আমন্ত্রন না জানানোকে এমপি আবু জাহিরের প্রতি ইচ্ছাকৃত অবজ্ঞা মনে করে এবং সাধারণ সভার পূর্ব অনুমোদন ব্যতিত বাজেটের বাইরে ব্যয় করায় সদস্যদের ভবিষ্যৎ তহবিল ক্ষতিগ্রস্ত হওয়ার বিষয়ে আলেচনার জন্য তলবী সভা আহবানের আবেদন জানান। গতকাল সোমবার দুপুরে ২২৩ জন আইনজীবীর স্বাক্ষর সম্বলিত আবেদনটি জেলা আইনজীবী সমিতির সভাপতি চৌধুরী আশরাফুল বারী নোমান এবং সাধারণ সম্পাদক মঞ্জুর উদ্দিন আহমেদ শাহীন এর কাছে হস্তান্তর করেন জেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি এডভোকেট সিরাজুল হক চৌধুরী ও জিপি এডভোকেট আফিল উদ্দিন। এ ব্যাপারে এডভোকেট সিরাজুল হক চৌধুরী জানান, গঠনতন্ত্রের বিধি মোতাবেক তলবী সভার আহবান করা হয়েছে। জেলা আইনজীবী সমিতির সভাপতি চৌধুরী আশরাফুল বারী নোমান এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য আবেদনটি সাধারন সম্পাদককে মার্ক করে দেন।