Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

হবিগঞ্জে সাইবার নিরাপত্তা বিষয়ে সেমিনার অনুষ্ঠিত

ষ্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জে সাইবার নিরাপত্তা এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইন বিষয়ে সচেতনতা বৃদ্ধিতে সেমিনার অনুষ্ঠিত হয়েছে। গতকাল রোববার সকালে জেলা প্রশাসনের সহযোগিতায় এই সেমিনারের আয়োজন করে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ।
জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে সেমিনারে প্রধান অতিথি ছিলেন, হবিগঞ্জের জেলা প্রশাসক মো. জয়নাল আবেদীন। অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক আব্দুর রউফ এর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন, সাইবার নিরাপত্তা কর্মসূচির প্রকল্প পরিচালক মাহবুবা পান্না। মুল বক্তব্য উপস্থাপন করেন ইনসাইড ফাউন্ডেশনের কর্মকর্তা তানভীর হোসেন জোহা এবং আতিকুল ইসলাম। আলোচনায় অংশ নেন, সাবেক পৌর চেয়ারম্যান শহীদ উদ্দিন চৌধুরী, চুনারুঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা মাশহুদুল করিম, সহকারী পুলিস সুপার মাসুদ আহমেদ, হবিগঞ্জ প্রেসক্লাব সভাপতি মোহাম্মদ নাহিজ, নির্বাহী ম্যাজিস্ট্রেট বিএম মশিউর রহমান, আলমগীর খান, ব্র্যাক কর্মকর্তা মো. ফিরুজ ভূইয়া প্রমুখ।
কর্মশালায় জানানো হয়, দেশে বর্তমানে ২ কোটির বেশি মানুষ ইন্টারনেট ব্যবহার করে। ইন্টারনেটের ব্যবহারে মানুষের জীবনে গতি এনে দিলেও সাইবার অপরাধ বেড়েছে। তাই সরকার সাইবার নিরাপত্তা এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইন করেছে। এই আইনে ৬ মাসের মধ্যে বিচার কাজ সম্পাদন করতে হয়। অপরাধীরা এখানে সহজে জামিন পায়না। সাইবার অপরাধের আলামত কেউ চাইলেই নষ্ট করতে পারেন। এখানকার অপরাধীরা মনে করে তারা কি করছে তা কেউ জানেনা। প্রকৃতপক্ষে এই অপরাধ আড়াল করা সম্ভব নয়।