Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

মাধবপুরে বিষাক্ত কার্বাইড ব্যবহারে রাতের কাঁচা ফল সকালেই টসটসে পাকা

আবুল হোসেন সবুজ, মাধবপুর থেকে ॥ মাধবপুরে বিষাক্ত কার্বাইড (কেমিক্যাল) দিয়ে পাকানো হচ্ছে বিভিন্ন জাতের ফল। রাতে যে ফল কাঁচা দেখা যায় তা সকলেই টসটসে পাকা রসালো ফল হয়ে বিভিন্ন হাট বাজারে বিক্রি হচ্ছে। কেমিক্যালের মাধ্যমে পাকানো এসব ফল মানবদেহের জন্য খুবই ক্ষতিকর। কলাসহ বিভিন্ন ফল দেখে বোঝার কোনো উপায় নেই যে এসব ফলই সর্বনাশ করে ফেলেছে মানবদেহের। এমন বিষাক্ত ফল খেয়ে অসহায় মানুষ পেটের পীড়াসহ নানা কঠিন ও জটিল রোগে আক্রান্ত হচ্ছে। খোঁজ নিয়ে জানা গেছে, এক শ্রেণীর অসাধু ব্যবসায়ী অতিলাভের আশায় মানুষের জীবন ধ্বংসী এ কাজে লিপ্ত হলেও এদের বিরুদ্ধে নেয়া হচ্ছে না আইনগত কোনো কার্যকর ব্যবস্থা। ব্যবসায়ীরা কম দামে কাঁচা কলা রাতারাতি কার্বাইড নামক বিষাক্ত পদার্থ দিয়ে পাকিয়ে বাজারজাত করে আসছে। ফলে যে ফল সন্ধ্যায় কাঁচা সকলেই তা ম্যাজিকের ন্যায় পাকা হয়ে বের হয়ে আসছে। চিকিৎসকরা জানালেন, কার্বাইড এমন এক উপাদান যা কিনা বাতাসের সংস্পর্শে এলে তৈরী হয় এসিটিলম গ্যাস। যা লোহা কাটার জন্য গ্যাস কাটারে লাগিয়ে ব্যবহৃত হয়। এসিটিলস গ্যাসের উত্তাপ খুবই বেশি। আর কার্বাইডের মাধ্যমে এ পাকানো ফলের ভেতর বিষ ঢুকে যায় সহজে। এ ব্যাপারে ডাঃ কিশলয় সাহা জানান, এ সব ফল খেলে মানুষের শরীরে বিষাক্ত কেমিক্যাল প্রবেশের মাধ্যমে পেট খারাপ, স্মৃতিভ্রম, মাথা ব্যাথা, খিচুনি ও বমি বমি ভাবসহ নানা কটিন ও জটিল রোগের উৎপত্তি হতে পারে।