Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

নবীগঞ্জে বিদ্যুতের লোডশেডিংয়ের প্রতিবাদে বিক্ষোভ

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জে ঘন ঘন লোডশেডিং বন্ধের প্রতিবাদে গতকাল শনিবার রাতে বিক্ষোভ মিছিল করেছে ব্যবসায়ীসহ বিভিন্ন শ্রেণী পেশার লোকজন। মিছিল শহরের নতুন বাজার মোড় থেকে নবীগঞ্জ পল্লী বিদ্যুৎ জোনাল অফিসে গিয়ে শেষ হয়। সেখানে এক সংক্ষিপ্ত প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন আহমদ ঠাকুর রানা ও আবুল কালাম মিঠু প্রমূখ। বিক্ষোভকারীরা নবীগঞ্জ শহরসহ গ্রামীণ জনপদে ঘন ঘন বিদ্যুতের লোডশেডিংয়ের নামে ভেলকিবাজী বন্ধ করার দাবী জানান। অন্যথায় বিদ্যুৎ বিভাগের বিরুদ্ধে কঠোর আন্দোলনের ডাক দেয়া হবে। তারা বলেন, ঘন ঘন বিদ্যুৎ লোডশেডিং ও বিদ্যুৎ বিভ্রাটের কারনে ব্যবসায় স্থবিরতা, জনমনে অতিষ্ট ও স্কুল-কলেজ পড়–য়া ছাত্র-ছাত্রীদের পড়ালেখার মারাত্মক বিঘœ ঘটছে। অথচ নবীগঞ্জ জোনাল অফিসের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা কার্যত কোন ভুমিকা রাখতে পারছেন না। বিক্ষোভকারীরা জানান, দিনের বেশীর ভাগ সময় বিদ্যুৎ না থাকায় কল কারখানা, ব্যবসা-বাণিজ্যে স্থবিরতা দেখা দিয়েছে। এ ছাড়াও গভীর রাতে বিদ্যুতের লোডশেডিংয়ের নামে চলছে ভেলকিবাজী। ফলে সাধারণ মানুষের জীবন যাত্রা দূর্বিষহ দেখা দিয়েছে। বিদ্যুৎ অফিসে ফোন করলেও কোন সদুত্তর পাওয়া যায় না। অনেক সময় ফোন রিসিভ করা হয় না। আন্দোলনকারীরা বলেন, বিদ্যুতের এই সব ভেলকিবাজীতে আমাদের রাজপথে নামতে বাধ্য করেছে। ওই সব লোডশেডিংয়ের নামে বিদ্যুতের ভেলকিবাজী বন্ধ না হলে ব্যাপক আন্দোলনের ডাক দেয়া হবে। এবং কোন অপ্রীতিকর ঘটনা ঘটলে বিদ্যুৎ বিভাগকেই দায় দায়িত্ব বহন করতে হবে।