Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

সংঘর্ষের ঘটনায় আরো ৪ জন গ্রেফতার ॥ বাহুবলে পুরুষ শুন্য গ্রামে আতংকে মহিলারা

বাহুবল প্রতিনিধি ॥ বাহুবলে ঢাকা-সিলেট মহা-সড়ক বন্ধ করে দু’পক্ষের সংঘর্ষের ঘটনায় আরো ৪ ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। এ নিয়ে মোট ১৪ জনকে গ্রেফতার করা হল। গত শুক্রবার সন্ধ্যায় উপজেলার চারগাঁও গ্রামে এ সংঘর্ষের ঘটনাটি ঘটে। ঘটনার দিন রাতেই পুলিশ বাদী হয়ে ৩ শতাধিক লোকের বিরুদ্ধে পুলিশ এসল্ট মামলা দায়ের করে। এর পর থেকে গ্রাম পুরুষশুন্য হয়ে পড়ে।
পুলিশ সূত্র জানায়, বাহুবল উপজেলার চারগাঁও প্রকাশিত ভৈরবীকোণা গ্রামের তাজুল ইসলাম চৌধুরী ও ইউপি মেম্বার আব্দুর রহিম ওরপে ময়না মিয়ার নেতৃত্বাধীন দু’টি গ্র“পের মাঝে আধিপত্য বিস্তার নিয়ে দীর্ঘ দিন ধরে বিরোধ চলে আসছে। এ নিয়ে ইতোপূর্বে মামলা-হামলার ঘটনাও ঘটেছে। উক্ত বিরোধের জের ধরে গত শুক্রবার বিকেল সোয়া ৫টার দিকে উপজেলার চারগাঁও প্রকাশিত ভৈরবীকোণা গ্রামের পাশে ঢাকা-সিলেট মহা-সড়কের উপর উভয় পক্ষের কয়েক শ’ লোক দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ সময় সংঘর্ষ নিয়ন্ত্রণ করার চেষ্টা করলে সংঘর্ষকারীরা পুলিশের উপর চড়াও হয়। এ সময় সরকারি পিকঅ্যাপ (নং- হবিগঞ্জ ঠ-১১-০০০৪) ভাংচুর হয়। আহত হয় ৫ পুলিশসহ উভয় পক্ষের শতাধিক লোক। সংঘর্ষ নিয়ন্ত্রণে পুলিশ অর্ধশতাধিক টিআর সেল ও শর্টগানের গুলি ছুড়ে। ২ ঘন্টা স্থায়ী সংঘর্ষ চলাকালে মহা-সড়কে শত শত যানবাহন আটকা পড়ে। শুক্রবার রাতেই পুলিশের এসআই মজিবুর রহমান বাদী হয়ে তাজুল ইসলাম চৌধুরী ও আব্দুর রহিম ওরপে ময়না মিয়াসহ ৩০০ লোকের বিরুদ্ধে মামলা দায়ের করেন। এ মামলায় পুলিশ যশপাল গ্রামের মৃত ফিরোজ উল্লার পুত্র আরজু মিয়া (৪৫), আকবর আলীর পুত্র সামছুল হক (৩০), সফর আলীর পুত্র শাহিন মিয়া (৩৫), আব্দাপটিয়া গ্রামের উলফত উল্লার পুত্র আব্দুল হাই (৩৫), আব্দুস ছালামের পুত্র নূরে আলম (২০), দৌলতপুর গ্রামের আজগর আলীর পুত্র রেনু মিয়া (২৭) ও কচুয়াদি গ্রামের মৃত মঈন উল্লার পুত্র আছকির (২৮) কে বাহুবল থানা পুলিশ এবং পশ্চিম শাহাপুর গ্রামের মৃত আব্দুল গণির পুত্র রাজ্জাক মিয়া (৬৫), খুজারগাঁও গ্রামের আব্দুল ছত্তারের পুত্র আপ্তাব আলী (২৮) ও হরিপাশা গ্রামের দরছ আলীর পুত্র মহিদ মিয়া (২১)কে হবিগঞ্জ সদর থানা পুলিশ গ্রেফতার করে। এদিকে, গতকাল বাহুবল মডেল থানা পুলিশ উপজেলার পশ্চিম ভাদেশ্বর গ্রামের মৃত ছোয়াব উল্লার পুত্র আহসান আলী (৪৫), আহসান আলীর পুত্র তাজুল ইসলাম (২০), যশপাল গ্রামের আইয়ূব উল্লার পুত্র মুহিদ মিয়া (২৫) এবং চারগাঁও গ্রামের সুরত আলীর পুত্র আব্দুল আজিজ (৩২)কে গ্রেফতার করে ওই মামলায় আসামীভূক্ত করে আদালতে প্রেরণ করেছে।
এ দিকে, মামলার অন্যান্য আসামীদের গ্রেফতারে অভিযান অব্যাহত থাকায় গ্রেফতার এড়াতে চারগাঁও গ্রামভূক্ত ভৌরবীকোণা, হাবিজপুর, আব্দাপটিয়া, পশ্চিম শাহাপুর ও যশপাল গ্রামের অধিকাংশ পুরুষ আত্মগোপন করেছেন। এতে গ্রামগুলো কার্যতঃ পুরুষ শূন্য হয়ে পড়েছে। গ্রামগুলোতে এক ধরণের ভুতুরে পরিবেশ বিরাজ করছে। মহিলারা আতংকে রত যাপন করছে। সর্বত্র থমথমে অবস্থা বিরাজ করছে।
এ ব্যাপারে যোগাযোগ করা হলে, বাহুবল মডেল থানার সেকেন্ড অফিসার এসআই খায়রুজ্জামান বলেন, সংঘর্ষের ঘটনায় এসআই মজিবুর রহমান বাদী হয়ে মামলা দায়ের করেছেন। মামলা নং- ০৩, তারিখ- ০৫/০৯/২০১৪। এ মামলায় এ পর্যন্ত ১৪জনকে গ্রেফতার করা হয়েছে, অন্যান্য আসামীদের গ্রেফতারে অভিযান অব্যাহত আছে।