Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

হবিগঞ্জে পবিত্র ঈদ-উল-ফিতর এর জামাত কখন কোথায় অনুষ্ঠিত হবে

স্টাফ রিপোর্টার ॥ জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির সভা গতকাল মঙ্গলবার সন্ধ্যায় অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার ৩০ রোজা শেষে শাওয়ালের চাঁদ দেখা গেলে কালবৃহস্পতিবার ঈদ উদযাপন করবেন বাংলাদেশের মানুষ। হবিগঞ্জের ঈদগাহ ও মসজিদ গুলোর কয়েকটিতে ঈদের জামাতের সময়সূচি নির্ধারণ করা হয়েছে। কর্তৃপক্ষের দেয়া নামাজের সময়সূচির তথ্য অনুযায়ী হবিগঞ্জ কেন্দ্রীয় ঈদগাহে পবিত্র ঈদুল ফিতরের ১ম জামাত সকাল ৮টায় এবং ২য় জামাত অনুষ্ঠিত হবে সকাল ৯টায়, চৌধুরী বাজার সুন্নী জামে মসজিদে জামাত অনুষ্ঠিত হবে সকাল ৯টায়, সওদাগর জামে মসজিদে জামাত সকাল সাড়ে ৮টায়, বায়তুল আমান জামে মসজিদে সকাল সাড়ে ৮টায়, টাউন মডেল চাঁন মিয়া জামে মসজিদে সকাল ৮টায়, রেলওয়ে জামে মসজিদে জামাত অনুষ্ঠিত হবে সকাল ৯টায় ও পিটিআই জামে মসজিদে সকাল সাড়ে ৮টায়।