Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

বানিয়াচং-নবীগঞ্জ সড়কে জেলা প্রশাসনের অভিযান ॥ জরিমানা

স্টাফ রিপোর্টার ॥ ঈদের অজুহাতে বানিয়াচং-নবীগঞ্জ সড়কে অতিরিক্ত ভাড়া আদায়ের সংবাদ প্রকাশ হলে প্রশাসনের পক্ষ থেকে ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়েছে। গতকাল মঙ্গলবার সকাল থেকে দুপুর পর্যন্ত নির্বাহী ম্যাজিস্ট্রেট, বিআরটিএ ও সদর থানা পুলিশ যৌথ অভিযান চালিয়ে বেশ কয়েকটি সিএনজি, ইমা, বাস চালকদের জরিমানা করা হয়। তবে আজমিরীগঞ্জ থেকে ছেড়ে আসা ঢাকাগামী লাকী পরিবহনের একটি বাস অতিরিক্ত যাত্রীবহন করায় এর চালককে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। এ ছাড়া নবীগঞ্জ ও বানিয়াচং সড়কে ঈদের অজুহাতে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগে বেশ ক’টি সিএনজিকে জরিমানা করা হয়। ভ্রাম্যমান আদালতে নেতৃত্ব দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট রঞ্জিত দাসসহ বিআরটিএর কর্মকর্তা ও সদর থানা পুলিশ।
ম্যাজিস্ট্রেট জানান, সরকার জ্বালানি তেলসহ বিভিন্নদ্রব্যের দাম কমালে ভাড়াও কমার কথা। কিন্তু বাস ও সিএনজি চালকরা কমানোতো দূরের কথা অতিরিক্ত ভাড়া নিচ্ছে বলে যাত্রীরা অভিযোগ করেন। এ নিয়ে স্থানীয় পত্রিকায় সংবাদ প্রকাশ হয়। এর প্রেক্ষিতে তারা অভিযান করেন। তাদের অভিযান নিয়মিত চলবে বলে জানান।