Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

কাউরিয়াকান্দি গ্রামের কবরস্থানের উন্নয়ন কাজের উদ্বোধন করেছেন এমপি ময়েজ উদ্দিন শরীফ রুয়েল

স্টাফ রিপোর্টার ॥ বানিয়াচং উপজেলার ১৩নং মন্দরী ইউনিয়নের কাউরিয়াকান্দি গ্রামে কবরস্থানের উন্নয়ন কাজের শুভ উদ্বোধন করেছেন হবিগঞ্জ-২ আসনের সংসদ সদস্য এডভোকেট ময়েজ উদ্দিন শরীফ রুয়েল। গত ৬ এপ্রিল শনিবার বিকাল সাড়ে ৪ টার দিকে তিনি এই কাজের উদ্বোধন করেন। এ সময় গ্রামের বিশিষ্ট মুরুব্বিয়ানগণ উপস্থিত ছিলেন। এ উপলক্ষ্যে গ্রামের ঈদগাহ মাঠে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন স্থানীয় ইউপি চেয়ারম্যান শেখ শামছুল হক, প্রবীন মুরুব্বি হাজী মগল মিয়া, আব্দুল আজিজ চৌধুরী আছকির, জেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক মহিবুর রহমান মাহি, ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মোঃ ফারুক হোসাইন বেলু, সাধারণ সম্পাদক শেখ হাবিবুল হক, সাবেক মেম্বার সিরাজুল ইসলাম, আব্দুল আলী, বর্তমান মেম্বার আরজু মিয়া, বিশিষ্ট মুরুব্বি ফজল মিয়া, আব্দুল হান্নান চৌধুরী, ক্বারী গোলাম মোস্তফা, ফয়েজ আহমেদ, সামছুল আমিন, বেলু মিয়া, বশির মিয়া, খেলু মিয়া, লেচু মিয়া, ইদু মিয়া, কাউরিয়াকান্দি কবরস্থান-ঈদগাহ সংরক্ষণ ও উন্নয়ন কমিটির উপদেষ্টা মুর্শেদ কামাল রনি, আব্দুল মোতালেব, মোঃ কাউছার আহমেদ, সভাপতি তাবিদুল ইসলাম, সাধারণ সম্পাদক এম সুমন আহমেদ, যুগ্ম সাধারণ সম্পাদক তিতুমীর হাসান, অর্থ সম্পাদক রুবেল মিয়া, সহ-অর্থ সম্পাদক শাহিন মিয়া, সাংগঠনিক সম্পাদক কামাল আহমেদ, সহ-সাংগঠনিক সম্পাদক জুবায়ের আহমেদসহ গ্রামের মুরুব্বিয়ান ও কমিটির নেতৃবৃন্দরাসহ যুবকরা। প্রধান অতিথি’র বক্তব্যে ময়েজ উদ্দিন শরীফ রুয়েল বলেন, কাউরিয়াকান্দি গ্রামের মুরুব্বিয়ান ও যুবকরা খুবই আন্তরিক। তাদের আন্তরিকতার কারণে আজ এই কাজের শুভ সূচনা করা হয়েছে। তিনি গ্রামের কবরস্থানের উন্নয়ন কাজে সর্বাত্বক সহযোগিতার আশ্বাস দেন। ময়েজ উদ্দিন শরীফ রুয়েল বলেন, আমি পবিত্র উমরাহ থেকে ফিরে আসে আজই প্রথম এই কবরস্থানের উন্নয়ন কাজের উদ্বোধন করতে এসেছি। তিনি বলেন, আমি সর্বদায় ভাল কাজের সাথে আছি।-ইনশা আল্লাহ।