Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

চুনারুঘাটে সুবিধা বঞ্চিত ১৩২ পরিবার পেল সিডিএস ইউকের ঈদ উপহার

চুনারুঘাট প্রতিনিধি ॥ “ঈদ আনন্দ ঘরে-ঘরে, ছড়িয়ে পড়-ক সবার তরে” এ শ্লোগানে পবিত্র ঈদ-উল ফিতর উপলক্ষে- ঈদের আনন্দ যাদের ছুঁতে পারেনা এমন দুঃস্থ ও অসহায় ১৩২টি পরিবারের মাঝে ২ হাজার ৫০০ করে নগদ অর্থ বিতরণ করল চুনারুঘাট ডেভেলপমেন্ট সোসাইটি (সিডিএস) ইউকে। গত (৬ এপ্রিল) শনিবার উপজেলা পরিষদ হলরুমে চুনারুঘাট ডেভেলপমেন্ট সোসাইটি (সিডিএস) ইউকের আয়োজনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ আব্দুস সামাদ আজাদের পরিচালনায় ও সিডিএস ইউকের সাবেক সভাপতি ও উপদেষ্ঠা সৈয়দ ফরহাদ হাসানের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, চুনারুঘাট উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাহবুব আলম মাহবুব। এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- চুনারুঘাট উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আলহাজ্ব মোঃ লুৎফুর রহমান মহালদার, চুনারুঘাট উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও বঙ্গবন্ধু কর্মী কল্যাণ ট্রাস্টের সাধারণ সম্পাদক সজল কুমার দাশ প্রমূখ। সিডিএস ইউকের তালিকাকৃত মধ্যবিত্ত, নিম্নবিত্ত, কর্মহীন, দুঃস্থ ও অসহায় ১৩২টি পরিবারের মাঝে ২ হাজার ৫০০ টাকা করে নগদ অর্থ বিতরণ করা হয়। একজন ক্যান্সারে আক্রান্ত রোগীকে চিকিৎসার জন্য অর্থ প্রদানসহ মোট সাড়ে ৩ লক্ষ টাকার অর্থ বিতবরণ করা হয়।