Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

নবীগঞ্জে কালবৈশাখী ঝড়ের ভয়াবহ তাণ্ডব ॥ শিলাবৃষ্টিতে ব্যাপক ক্ষয়ক্ষতি

ছনি আহমেদ চৌধুরী, নবীগঞ্জ থেকে ॥ নবীগঞ্জ উপজেলায় কালবৈশাখী ঝড়ের সঙ্গে ব্যাপক শিলাবৃষ্টি হয়েছে। একেকটা শিলার ওজন ছিল প্রায় ৩০০ গ্রাম থেকে ৫০০ গ্রাম। এ সময় চারদিকে আতঙ্ক ছড়িয়ে পড়ে। এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। রোববার দিবাগত রাত ১২:৫০ থেকে ৫ মিনিটে নবীগঞ্জ উপজেলার বিভিন্ন গ্রামে কালবৈশাখী ঝড় ও শিলাবৃষ্টি হয়। এতে বিভিন্ন জায়গায় ঘরবাড়ির টিন ও গাছপালা ক্ষতিগ্রস্ত হওয়ার খবর পাওয়া যায়। এছাড়া শিলা পড়ে বাউসা ইউনিয়নে একটি সিএনজি অটোরিকশার কাচ ভেঙে গেছে। পৌর এলাকার বিভিন্ন বাসাবাড়িতে গাছপালা ও গাছের ডাল ভেঙে পড়েছে। গজনাইপুর ইউনিয়নের কায়স্থগ্রামের বাসিন্দা ৮০ ঊর্ধ্ব আব্দুল আজিজ বলেন- বয়স অনেক হলো, এইরকম শিলাবৃষ্টি কখনো দেখিনি, একেকটা শিলার ওজন অনুমান করেছি ৩০০ গ্রাম থেকে ৫০০ গ্রাম হবে । তিনি বলেন- প্রচন্ড শব্দে মনে হয়েছিল ঘরের টিন ছিদ্র হয়ে যাচ্ছে। আল্লাহ সবাইকে হেফাজত করছেন। রাজনগর গ্রামের বাসিন্দা অলিউর রহমান অলি বলেন, ঝড়ের সঙ্গে শিলা বৃষ্টি শুরু হয়। বৃষ্টি কমার পর হাতে নিয়ে অনুমান করি, ওজন হবে আধা কেজি। নবীগঞ্জ পৌর স্বেচ্ছাসেবক দলের আহবান সায়েদ আহমদ বলেব- এমন ভয়াবহ তাণ্ডব আগে দেখিনি, চোখের পলকে ঘূর্ণিঝড় সাথে শিলাবৃষ্টি সত্যিই মুহুর্তটা ভয়ংকর ছিল, পরিবারের সবাইকে নিয়ে আতঙ্কে ছিলাম, আমার নিজের বাসা ও আশপাশের অনেক বাসা বাড়িতে গাছপালা ভেঙে পড়েছে।