Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

ব্র্যাকের পল্লী সমাজ এর সহযোগিতায় জীবিত সন্তানের মুখ দেখল পপি আক্তার

মখলিছ মিয়া, বানিয়াচং থেকে ॥ ব্র্যাকের পল্লী সমাজ এর সহযোগিতায় জীবিত সন্তানের মুখ দেখল বানিয়াচংয়ের পপি আক্তার। পপি আক্তার বানিয়াচং পুরান তোপখানা এলাকার বিলাল মিয়ার স্ত্রী। হত দরিদ্র পরিবারের গৃহবধূ পপি আক্তারের সন্তান প্রসবকালীন জটিলতা দেখা দেয়। সংকটাপন্ন হয়ে পড়ে গর্ভের সন্তান প্রসূতি মায়ের। এ অবস্থায় হবিগঞ্জের একটি ক্লিনিকে ভর্তি করা হয় পপি আক্তারকে। প্রসব ও চিকিৎসা ব্যয়ভার বহন করা সম্ভব হয়ে ওঠেনি। নিরূপায় হয়ে ক্লিনিক ত্যাগ করে পপি আক্তার ও তার শ্রমিক স্বামী বিলাল মিয়া ব্র্যাকের সিইপি (পিও) আইডিপি নাহিদ সুলতানার শরণাপন্ন হন। তাৎক্ষনিক নাহিদ সুলতানা বিষয়টি তাদের পুরান তোপখানা পল্লী সমাজ (নং ৯৬) সভানেত্রী মাসকুদা ও সদস্যদের মধ্যে আলোচনা করে তার প্রসব ও চিকিৎসার জন্য পল্লী সমাজের পক্ষ থেকে সার্বিক সহযোগিতা করে তাকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। সেখানে ভর্তি হওয়ার পর সিজার এর মাধ্যমে পপি আক্তার একটি কন্যা সন্তান জন্ম দেন। বর্তমানে মা মেয়ে দু’জনই সুস্থ আছে। এব্যাপারে পপি আক্তার তার অনূভূতি ব্যক্ত করে বলেন, ব্র্যাকের (পিও) নাহিদ সুলতানা ও পল্লী সমাজ এর ৫৬ জন সদস্যের প্রতি আমি চির কৃতজ্ঞ। পল্লী সমাজ এর সদস্যদের সহযোগিতা না পেলে আমার এই বিপদ মূহুর্র্ত কাটিয়ে ওঠা সম্ভব হতো না।