Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

খোশ আমদেদ মাহে রমজান

এক্সপ্রেস ডেস্ক ॥ পবিত্র রমজান মাসের চাঁদ দেখা গেছে। খোশ আমদেদ মাহে রমজান। বছর ঘুরে এলো মাহে রমজান। রহমত, (সূরা-২ বাকারা, আয়াত: ১৮৭)। রমজান হলো সারা বিশ্বের মুসলমানদের জন্য সাওমের মাস। ‘সাওম’ অর্থ বিরত থাকা; এর বহুবচন হলো ‘সিয়াম’। ফারসি, উর্দু, হিন্দি ও বাংলায় সাওমকে বলা হয় ‘রোজা’। ইসলামি পরিভাষায় সাওম (রোজা) হলো ভোর থেকে সন্ধ্যা পর্যন্ত ইবাদতের উদ্দেশ্যে পানাহার থেকে বিরত থাকা। দেশের আকাশে গতকাল সন্ধ্যায় হিজরি রমজান মাসের চাঁদ দেখা গেছে। তাই মুসলমানদের সিয়াম সাধনার (রোজা) মাস শুরু হচ্ছে আজ ১২ মার্চ মঙ্গলবার থেকে। গতকাল রাজধানীর জাতীয় মসজিদ বায়তুল মুকাররমে ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়। রমজান মাস শেষে মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব ঈদুল ফিতর উদযাপিত হবে।
এশার নামাজের পর গতকাল সোমবার ২০ রাকাত তারাবি নামাজ পড়েন দেশের ধর্মপ্রাণ মুসলমানরা। রোজা রাখতে শেষ রাতে সেহরি খান। মাগফিরাত ও নাজাতের সওগাত নিয়ে শুরু হলো ১৪৪৫ হিজরির পবিত্র রমজান মাস। আল্লাহ পবিত্র কোরআনে বলেছেন, ‘আর তোমরা পানাহার করো যতক্ষণ রাত্রির কৃষ্ণরেখা হতে উষার শুভ্ররেখা স্পষ্টরূপে তোমাদের নিকট প্রতিভাত না হয়। অতঃপর নিশাগমন পর্যন্ত সিয়াম পূর্ণ করো।’