Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

শচীন্দ্র কলেজে এমপি ময়েজ উদ্দিন শরীফ রুয়েলকে সংবর্ধনা প্রদান

স্টাফ রিপোর্টার ॥ শচীন্দ্র কলেজের পক্ষ থেকে বানিয়াচং-আজমিরীগঞ্জ আসনের নর্বনির্বাচিত সংসদ সদস্য এডভোকেট ময়েজ উদ্দিন শরীফ রুয়েলকে সংবর্ধনা প্রদান করা হয়েছে। গতকাল ১০ মার্চ তাকে এই উষ্ণ সংবর্ধনা প্রদান করা হয়। পরে তিনি বার্ষিক ক্রীড়া, সাহিত্য ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ করেন। অনুষ্ঠানের শুরুতে প্রধান অতিথি এমপি ময়েজ উদ্দিন শরীফ রুয়েলকে কলেজের চৌকস রোভার স্কাউট ও ব্যান্ড দল গার্ড অব অনার প্রদানের মাধ্যমে অভিনন্দন জানায়। পরে প্রধান অতিথিসহ মঞ্চে উপবিষ্ট সকল অতিথিকে ফুলের তোড়া দিয়ে বরণ করে নেওয়া হয়। শচীন্দ্র কলেজের অধ্যক্ষ আবু সিরাজ মোঃ মুনিরুল ইসলামের সভাপতিত্বে, সহকারী অধ্যাপক সৈয়দা তাহমুদা বেগম ও সহকারী অধ্যাপক লতিফ হোসেনের সঞ্চালনায় এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বানিয়াচং উপজেলা চেয়ারম্যান মোঃ আবুল কাশেম চৌধুরী, গভর্নিংবডির সভাপতি সাবেক চেয়ারম্যান মোঃ শরীফ উল্লাহ, গভর্নিংবডির সদস্য শ্রীমতি লক্ষèী রানী সরকার, গভর্নিংবডির সদস্য সাবেক ইউপি চেয়ারম্যান মোঃ সজিব আলী, গভর্নিংবডির সদস্য এডভোকেট প্রমথ সরকার, শাহ শামছুল আরেফীন, মোঃ জয়নাল আবেদীন জিতু মিয়া, শেখ মোঃ আলাউদ্দিন, জেলা আওয়ামীলীগ সহ-সভাপতি ডাঃ অসিত রঞ্জন দাস, বানিয়াচং উপজেলা আওয়ামীলীগ সভাপতি মোঃ আমীর হোসেন মাস্টার, ইউপি চেয়ারম্যান হাফেজ শামরুল ইসলাম, ইউপি চেয়ারম্যান শাহ মাসুদ কোরাইশী মক্কী, সাবেক ইউপি চেয়ারম্যান মোঃ আনোয়ার হোসেন, পুকড়া ইউপি আওয়ামীলীগ সভাপতি মোঃ নানু মিয়া, সাধারণ সম্পাদক কাজী মোঃ শাহজাহান মিয়া, মোঃ আবুল ফজল চৌধুরী, রাখাল চন্দ্র দাস, মৃদুল কুমার দাস। প্রধান অতিথি তার বক্তব্যে ময়েজ উদ্দিন শরীফ রুয়েল বলেন, শিক্ষা, সভ্যতা ও প্রযুক্তির মাধ্যমে স্মার্ট বাংলাদেশ গড়ে তোলাই আওয়ামীলীগ সরকারের লক্ষ্য। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, সংর্বধনা কমিটির আহবায়ক সহকারী অধ্যাপক প্রমোদ সাহাজী। কলেজের প্রতিষ্ঠাতা ও একাডেমিক কার্যক্রম সম্মন্ধে বক্তব্য রাখেন সহকারী অধ্যাপক মোঃ তরিকুল ইসলাম হারুন ও সহকারী অধ্যাপক অনুপমা ভক্ত। শিক্ষার্থীর বিভিন্ন আবদারের কথা জানিয়ে বক্তব্য রাখেন স্নাতক তৃতীয় বর্ষের ছাত্র তানভীর সিদ্দিকী তোয়াহা। বার্ষিক ক্রীড়া, সাহিত্য ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণী পর্বের সঞ্চালনা করেন প্রভাষক প্রসূন আচার্য্য পল্লব এবং শরীরচর্চা শিক্ষক রনজিৎ কুমার দাস। ক্রীড়া প্রতিযোগিতার ১৬টি ইভেন্টে ৪৯জনকে এবং সাহিত্য ও সাংস্কৃতিক প্রতিযোগিতার ৯টি ইভেন্টে মোট ২৯জনকে পুরস্কার প্রদান করা হয়। পবিত্র কোরআন তেলাওয়াত ও গীতা পাঠের মাধ্যমে অনুষ্ঠানের আলোচনা পর্ব শুরু হয়।