Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

নবীগঞ্জ হাসপাতালের পুকুরের মাছ বিক্রির টাকা আত্মসাত করেছেন অঞ্জনা হত্যা মামলার আসামী সজল

মোঃ আলমগীর মিয়া, নবীগঞ্জ থেকে ॥ নবীগঞ্জে অঞ্জনা হত্যা মামলার আসামী নবীগঞ্জ হাসাপাতালে প্রধান সহকারী আলোচিত সজল কান্তি দেবের বিরুদ্ধে হাসপাতাল পুকুরের ৪ বছরের মাছ বিক্রির প্রায় ২ লাখ টাকা আত্মসাতের অভিযোগ পাওয়া গেছে। এ নিয়ে হাসপাতাল পাড়ায় আলোচনার ঝড় বইছে।
হাসাপতাল সূত্রে জানা গেছে, সজল কান্তি দেব দীর্ঘ ২যুগ ধরে নবীগঞ্জ হাসপাতালে প্রধান সহকারী হিসাবে দায়িত্ব পালন করে আসছেন। দীর্ঘ দিন চাকুরীর সুবাধে হাসপাতাল কর্তৃপক্ষ তাকে পুকুরের আয় ব্যয়ের হিসাবসহ সার্বিক দায়িত্ব দেন। পুকুরের মাছ বিক্রির টাকা মজসিদের আয় ব্যয়ের জন্য বলা থাকলে সজল কান্তি দেব তা না দিয়ে বিগত ৪ বছর তিনি ওই পুকুরের মাছ বিক্রির টাকা আত্মসাৎ করেন। বিষয়টি হাসপাতালের এক কর্মকর্তা জানতে পেরে গত বছর পুকুরের মাছ বিক্রি তার অধীনে নিয়ে ওই বছর পুকুর থেকে ৩৫ হাজার টাকার মাছ বিক্রি করে মজসিদের উন্নয়নে ব্যয় করেন। হাসাপাতালের পুকুরের মাছ বিক্রির আয় ব্যয়ের খাতা নতুন ওই কর্মকর্তা খতিয়ে দেখলে বিগত ৪ বছরের কোন মাছ বিক্রির হিসাব দেখতে না পেয়ে ওই ঘটনা নিয়ে হাসপাতাল পাড়ায় রসালো সমলোচনার ঝড় বইছে। উল্লেখ্য উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সের ডাক্তার কোয়ার্টারের সজল কান্তি দেবের বাসা থেকে গৃহ পরিচারিকা অঞ্জনা সরকারেরর লাশ উদ্ধার করার পর থেকে সজল দেবের দীর্ঘ ২ যুগের সকল অপকর্মের রহস্য একে একে উন্মুচিত হচ্ছে।