Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

মাধবপুর প্রেসক্লাব সভাপতিকে হত্যা মামলার দায় থেকে অব্যহতি প্রদানের দাবীতে সাংবাদিকদের মানববন্ধন

স্টাফ রিপোর্টার ॥ ষড়যন্ত্র মূলক হত্যা মামলার দায় হতে মাধবপুর প্রেসক্লাব সভাপতি মোহা. অলিদ মিয়াকে অব্যহতি এবং সকল ধরনের হয়রানী বন্ধের দাবীতে মানববন্ধন করেছে হবিগঞ্জ জেলা রিপোটার্স ইউনিটি। গতকাল বুধবার দুপুরে হবিগঞ্জ প্রেসক্লাব প্রাঙ্গনে কর্মরত সাংবাদিকদের আয়োজনে মানববন্ধন ও প্রতিবাদ সভায় বিভিন্ন ইলেকট্রনিক্স ও প্রিন্ট মিডিয়ার কর্মরত সাংবাদিকবৃন্দ অংশ নেন। ইউনিটির সাধারণ সম্পাদক এম এ আর শায়েলের পরিচালনায় এতে সভাপতিত্ব করেন ইউনিটির সভাপতি শেখ আব্দুল হাকিম। অতিথি হিসেবে বক্তব্য রাখেন হবিগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আবু হাসিব খান চৌধুরী পাবেল। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, ইউনিটির সহ-সভাপতি জুয়েল চৌধুরী, সাংগঠনিক সম্পাদক শাহ আলম, বিজয়ের প্রতিধ্বনি সম্পাদক আনিসুজ্জামান চৌধুরী রতন, বৈশাখী টিভির জেলা প্রতিনিধি সাইফুর রহমান তারেক, সাংবাদিক এস কে সাগর, বিজয়ের প্রতিধ্বনির বার্তা সম্পাদক আফতাবুর রহমান সেলিম, এখন টিভির প্রতিনিধি কাজল সরকার, দেশ টিভির প্রতিনিধি আমির হামযা, দৈনিক হবিগঞ্জের জনতার এক্সপ্রেসের স্টাফ রিপোর্টার ইফতেখার লোদী সানি, শাওন খান, নুরুজ্জামান রাজু, হাবিবুর রহমান, জসিম মিয়া, সৌরভ প্রমুখ।
সভায় হবিগঞ্জ প্রেসক্লাব সাধারণ সম্পাদক আবু হাসিব খান চৌধুরী পাবেল বলেন, ৮ কিলোমিটার দূরে থাকার পরও তাকে উদ্দেশ্য প্রনোদিতভাবে আঞ্চলিক প্রতিহিংসা পরায়ন হয়ে মামলায় জড়ানো হয়েছে। তিনি সুষ্ঠু তদন্তের মাধ্যমে এ মামলার দায় থেকে অব্যাহতি দেয়ার জন্য পুলিশ প্রশাসনের নিকট দাবি জানান। এ ছাড়াও বক্তারা, উক্ত বিষয়টির সুষ্ঠু তদন্তের জন্য প্রশাসনের নিকট জোর দাবি জানান। গত শনিবার মাধবপুর উপজেলার জগদীশপুর ইউনিয়নের বেজুড়া গ্রামে জমি-সংক্রান্ত বিরোধের জের ধরে দফায় দফায় সংঘর্ষে পাভেল মিয়া (৩০) নামে এক যুবকের মৃত্যু হয়। পাভেল মিয়া ওই গ্রামের মাতবর মিয়ার ছেলে। এ ঘটনায় মধ্য বেজুরা গ্রামের অকিল মিয়ার ছেলে বাদী হয়ে ৬৩ জনকে আসামি করে মামলা করেন। সাংবাদিক অলিদ মিয়াকে ৪ নং আসামি করা হয়।