Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

সদর হাসপাতালে দালালের উপদ্রব ভ্রাম্যমান আদালতের অভিযান

স্টাফ রিপোর্টার ॥ সদর হাসপাতালে দালালের উপদ্রব মারাত্মকভাবে বৃদ্ধি পেয়েছে। তাদের হাত থেকে কোনো রোগীই রক্ষা পাচ্ছেন না। অভিযোগ আছে, এসব দালালদের সহযোগিতা করছে ইন্টার্নীরা। বিষয়টি জেলা প্রশাসনের নজরে এলে গতকাল বুধবার দুুপুরে নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়। তবে এর আগেই খবর পেয়ে দালালরা সটকে পড়ে। তবে ম্যাজিস্ট্রেট গিয়ে দালাল সন্দেহে একজনকে আটক করলে সে রোগী হওয়ায় তাকে ছেড়ে দেয়া হয়। ম্যাজিস্ট্রেট জানিয়েছেন, দালালদের তালিকা রয়েছে। সে অনুযায়ী অভিযান চলবে। খবর নিয়ে জানা গেছে, হাসপাতালের জরুরি বিভাগে দালালরা আধিপত্য বিস্তার করে। রোগী আসার সাথে সাথেই ডাক্তার নেই বলে তাদেরকে বিভিন্ন হাসপাতাল ও ক্লিনিকে পাঠানো হয়। সেখান থেকে চিকিৎসার নামে গলাকাটা ফি আদায় করা হয়। এর একটি অংশ চলে যায় ইন্টার্নীদের পকেটে। এ বিষয় নিয়ে কয়েকজন রোগী জেলা প্রশাসনে অভিযোগ করলে বিষয়টি আমলে নিয়ে অভিযান করা হয়।