Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

বাউসা শাহ বাড়ির প্রবীণ মুরুব্বি শাহ নুর মিয়ার ইন্তেকাল ॥ দাফন সম্পন্ন ॥ জানাজায় মানুষের ঢল

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ উপজেলার বাউসা ইউনিয়নের বাউসা শাহ বাড়ির প্রবীণ মুরুব্বি শাহ বাড়ি ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শাহ মোঃ ছালিক মিয়ার বড় ভাই নবীগঞ্জের বিশিষ্ট ব্যবসায়ী শাহ লিমন আহমদের পিতা শাহ মোঃ নুর মিয়া আমাদের মাঝে আর নেই। (ইন্না—রাজিউন)।
মৃত্যুকালে বয়স হয়েছিল ৯০ বছর। গতকাল বুধবার দিবাগত রাত ১ টা ৩৫ মিনিটের সময় বাউসা গ্রামের নিজ বাসভবনে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মরহুমের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। মরহুমের মরদেহ শেষবারের মতো একনজর দেখতে তার বাসভবনে মানুষের ভিড় জমে। মরহুম শাহ মোঃ নুর মিয়া একসময় রিলিফ কমিটির ভাইস চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি বাউসা ইউনিয়ন আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সভাপতি ছিলেন। মরহুমের জানাজার নামাজ গতকাল বৃহস্পতিবার বাউসা ঈদগাহ ময়দানে অনুষ্ঠিত হয়েছে। জানাজার নামাজের পূর্বে মরহুমের রুহের মাগফেরাত কামনা করে বক্তব্য রাখেন, মরহুমের ছোট ভাই যুক্তরাজ্য প্রবাসী শাহ মোঃ ছালিক মিয়া, বাউসা কেন্দ্রীয় জামে মসজিদের খতিব মাঃ শাহনুর আহমদ আজাদী ও মরহুমের পুত্র সন্তান শাহ লিমন আহমদ। জানাজায় ইমামতি করেন বাউসা জামে মসজিদের খতিব মাঃ রুহুল আমীন। এতে অংশগ্রহণ করেন, নবীগঞ্জ পৌরসভার মেয়র আলহাজ্ব ছাবির আহমদ চৌধুরী, বাসদ নেতা চৌধুরী ফয়সল শুয়েব, নবীগঞ্জ উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মুজিবুর রহমান চৌধুরী শেপু, হবিগঞ্জ রওশন রেজা এম্পায়ারের স্বত্বাধিকারী শাহ বেলায়েত, বাউসা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব শেখ সাদিকুর রহমান শিশু, নবীগঞ্জ এডুকেশন ট্রাস্ট ইউকের সভাপতি, বিশিষ্ট শিক্ষানুরাগী আলহাজ্ব কামরুল হাসান চুনু, নবীগঞ্জ উপজেলার বিশিষ্ট সালিশ বিচারক মোঃ কাওছার আহমদ, নবীগঞ্জ উপজেলা কৃষক লীগের সাবেক সভাপতি এড. শেখ শাহনুর আলম ছানু, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক শিহাব আহমদ চৌধুরী, উপজেলা আওয়ামী লীগের সহ-দপ্তর সম্পাদক মুহিবুর রহমান চৌধুরী, বাউসা কেন্দ্রীয় জামে মসজিদের মোতাওয়াল্লী মোঃ লিল মিয়া, নবীগঞ্জ প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক, আলমগীর মিয়া প্রমুখ। এছাড়াও নবীগঞ্জ উপজেলার বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, এলাকার মুরুব্বিয়ান, যুব সমাজের নেতৃবৃন্দসহ প্রায় হাজারো মুসল্লীয়ান।
মৃত্যুকালে তিনি স্ত্রী, ৭ পুত্র সন্তান, ৫ কন্যা সন্তান নাতি-নাতনিসহ অসংখ্য আত্মীয়স্বজন ও শুভাকাঙ্গ্ক্ষী রেখে যান। জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। মরহুমের মৃত্যুর সংবাদ শুনে পরিবার ও পরিজনদের সান্ত্বনা দিতে তার বাসভবনে ছুটে যান হবিগঞ্জ জেলা আওয়ামী লীগের প্রথম সাংগঠনিক সম্পাদক নুর উদ্দিন চৌধুরী বুলবুল।