Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

বানিয়াচঙ্গে ২ গ্রামবাসীর সংঘর্ষ মহিলাসহ আহত অর্ধশতাধিক

মখলিছ মিয়া, বানিয়াচং থেকে ॥ বানিয়াচং উপজেলায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুই গ্রামবাসীর সংঘর্ষে মহিলাসহ অর্ধশতাধিক লোক আহত হয়েছে। গুরুতর আহত ২ জনকে সিলেট মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। ঘটনাটি ঘটেছে গতকাল মঙ্গলবার বানিয়াচং ২নং উত্তর-পশ্চিম ইউনিয়নের চানপাড়া মহল্লা এবং ঘাগড়াকোনা মহল্লাবাসীর মধ্যে। সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, গত ২৮ জানুয়ারি চানপাড়া এলাকার ইসলাম উদ্দিন হিংগুয়ারখলা বাঁধ পাড় হয়ে বাড়ীর দিকে আসছিলেন। এ সময় ওই বাঁধ এলাকা পাড় হওয়াকে কেন্দ্র করে ইসলাম উদ্দিনকে মারধর করে ঘাগড়াকোনা এলাকার লোকজন। এ ঘটনাকে কেন্দ্র করে গতকাল বেলা ২টার দিকে চানপাড়া এবং ঘাগড়াকোনা এলাকার লোকজনের মধ্যে হাওরে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে তা সংঘর্ষের রূপ নেয়। হাওরের সংঘর্ষের খবর উভয় পক্ষের মহল্লার লোকজনের মধ্যে জানাজানি হলে শত শত লোক দাঙ্গায় জড়িয়ে পড়ে পরে তা ভয়াবহ আকার ধারণ করে। সংঘর্ষের খবর পেয়ে বানিয়াচং থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ দেলোয়ার হোসেন’র নেতৃত্বে থানা পুলিশের পুরো টীম, ২নং ইউপির চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা হায়দারুজ্জামান খান ধন মিয়াসহ স্থানীয় জনপ্রতিনিধিদের আপ্রাণ চেষ্টায় প্রায় দু’ঘন্টা চেষ্টার পর সংঘর্ষ নিয়ন্ত্রনে আনেন। এ সংঘর্ষে উভয় পক্ষের প্রায় অর্ধশতাধিক লোক আহত হয়েছে। আহতদের মধ্যে রয়েছে সাবেক ছাত্রলীগ সভাপতি আব্দুল হালিম সোহেল, সালমান, মাহমুদ ঠাকুর, ইমদাদ ঠাকুর, অনু, মদরিছ, দুলাল, মোছাব্বির, কালন, ছমেদ, আল আমিনসহ আরো অনেকে। তন্মধ্যে গুরুতর আহত মাহমুদ ঠাকুর এবং দিপু মিয়াকে আশংকাজনক অবস্থায় সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ দিকে ঘটনার পর