Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

নবীগঞ্জে ছাত্রলীগ নেতা নাজিমের বাড়ীতে হামলা ও ভাংচুরের অভিযোগে মামলা

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জে ছাত্রলীগ নেতা জাহিদুল ইসলাম রুবেলের উপর হামলার ঘটনাকে কেন্দ্র করে হামলা ভাংচুরের ঘটনায় আদালতে মামলা দায়ের করা হয়েছে। নবীগঞ্জ উপজেলা ছাত্রলীগের নেতা নাজিম উদ্দৌল্লা চৌধুরীর পিতা সমিজুর রহমান চৌধুরী বাদী হয়ে ১৯ জনের নাম উল্লেখ করে ও ১৫/২০ জনকে অজ্ঞাত আসামী করে হবিগঞ্জ বিজ্ঞ আদালতে দ্রুত বিচার আইনে মামলা দায়ের করেন। মামলার আসামীরা হলেন- উপজেলা আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক সাইফুল জাহান চৌধুরী, তার দুই ভাই জাবেদুল আলম চৌধুরী সাজু ও রেজা আহমেদ চৌধুরী, চাচাতো ভাই আবু বক্কর চৌধুরী মিলন, ফুফাতো ভাই তৌহিদুল ইসলাম চৌধুরী, শ্যালক আলমগীর চৌধুরী, কাজল মিয়া, আরিফুল ইসলাম প্রমি, রফিকুল ইসলাম, রিহাত মিয়া, সাজু আহমেদ হৃদয়, সাজ্জাদ উল্লা, সাইফ মিয়া, শাহ জাকির, ছালেক মিয়া, হুমায়ূন আহমেদ, তারেক আহমদ, মিজু আহমেদ, মাসুদ পারভেজ রুবেল। নবীগঞ্জ উপজেলা ছাত্রলীগের কমিটি নিয়ে নাজিম উদ্দৌল্লা চৌধুরী ও জাহিদুল ইসলাম রুবেল মধ্যে বিরোধ দেখা দেয়। এর জের ধরে উভয় গ্রুপের একাধিক সংঘর্ষ ও হামলার ঘটনা ঘটে। সর্বশেষ গত ১৮ জানুয়ারি বৃহস্পতিবার রাত ৮ টার দিকে নবীগঞ্জ শহরের মধ্য বাজারস্থ গোল্ডেন প্লাজার পিছনে তোহা বাজারে চা স্টলে বসা অবস্থায় জাহিদুল ইসলাম রুবেলের উপর হামলার ঘটনা ঘটে। মামলায় উল্লখ করা হয়, ঘটনার পর ১৮ জানুয়ারি রাতে সাইফুল জাহান চৌধুরীর নেতৃত্বে নাজিম উদ্দোল্লার বাড়িতে হামলা চালানো হয়। এ সময় বাড়ির আসবাবপত্র ভাংচুর করা হয়। নাজিম উদ্দৌল্লার বাড়িতে থাকা ২টি সিএনজি অটোরিক্স ভাংচুর এবং পেট্রোল দিয়ে গাড়িতে আগুন জ্বালিয়ে দেয়া হয়। হামলাকারীরা ওসমানী রোডে অবস্থিত জনি ইঞ্জিনিয়ারিং ওয়াকসপ থাকা নাজিম উদ্দোল্লার মোটর সাইকেল রাস্তায় বের করে ভাংচুর করে। পরে তেলের ট্যাংকির মুখ ভেঙে সাইকেলে আগুন জ্বালিয়ে দেয়া হয়। উক্ত অগ্নিকান্ডের ঘটনায় রাস্তায় যান চলাচলে বিঘ্ন ঘটে। এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। উপজেলা আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক সাইফুল জাহান চৌধুরী জানান, আমি আগামী উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে নির্বাচন করার ঘোষণা দিয়েছি। মাঠ পর্যায়ে গণসংযোগ করে যাচ্ছি। এতে আমার রাজনৈতিক ও নির্বাচনী প্রতিপক্ষের লোকজন সম্পূর্ণ ষড়যন্ত্রমুলকভাবে আমি, আমার আপন দুই ভাই, চাচাতো ভাই, ফুফাতো ভাই, শ্যালক কে মামলায় আসামী করা হয়েছে। তিনি বলেন, মামলার ঘটনার সময় আমি ছিলাম গণসংযোগে, আমার ভাই জাবেদুল আলম চৌধুরী সাজু ঢাকা অবস্থান করছিল। উল্লেখ্য, ছাত্রলীগ নেতা জাহিদুল ইসলাম রুবেলের সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ১০ দিন চিকিৎসাধীন থাকাবস্থায় রুবেলের অবস্থার উন্নতি না হওয়ায় (২৮ জানুয়ারি) সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতল থেকে ঢাকা ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরো সায়েন্সেস ও হাসপাতালে প্রেরণ করা হয়।