Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

নবীগঞ্জে সরকারি ভূমির অর্ধকোটি টাকার গাছ বিক্রির অভিযোগ

স্টাফ রিপোর্টার ॥ নবীগঞ্জ উপজেলার ২নং বড় ভাকৈর (পূর্ব) ইউনিয়নের বড় ভাকৈর গ্রামের সরকারি ভূমি থেকে অর্ধকোটি টাকার গাছ কেটে নিয়ে গেছে একদল দুর্বৃত্ত। এনিয়ে এলাকাবাসী হবিগঞ্জ জেলা প্রশাসক, নবীগঞ্জ উপজেলা ভূমি কর্মকর্তার নিকট লিখিত অভিযোগ দায়ের করেছেন। দরখাস্তের পরিপ্রেক্ষিত জানা যায়, নবীগঞ্জ উপজেলার ২নং পূর্ব বড় ভাকৈর ইউনিয়নের বাদে ভাখৈর মৌজার জেএল নং-১১, খতিয়ান নং-১ এর দাগ নং (৫৭৭৬,৫৫০৬ পুরাতন দাগ) (৬৮৭২, ৬৮৯০ নতুন দাগ) বড় ভাকৈর গ্রামের মধ্যখানে অবস্থিত সরকারী ভূমিতে গ্রামের মানুষ প্রায় ৩০০ টির মত রেন্টি, কিস্টার, একাশি, সুনাপাতিসহ বিভিন্ন রকমের প্রায় অর্ধকোটি টাকার গাছ ছিল। গত দুই দিন ধরে বড় ভাকৈর গ্রামের মৃত মজিদ উল্লার ছেলে সুলেমান মিয়া, রঙ্গিলা ও আইন উল্লার ছেলে মনর মিয়া ও সুলেমান মিয়ার ছেলে জুবেল, রুবেল এবং মৃত তোয়াহিদ উল্লার ছেলে জিতু মিয়া মিলে গাছ কেটে নিয়ে প্রায় অর্ধ কোটি টাকা দিয়ে বিক্রয় করে। দরখাস্তকারী বড় ভাখৈর গ্রামের সুহেল মিয়া জানান, গত ২০/০১/২৪ইং থেকে অভিযুক্তরা গাছ কেটে বিক্রয় করেই যাচ্ছেন। এতে যেমন সরকার রাজস্ব হারাচ্ছে অন্য দিকে গ্রামবাসী হারিয়েছে সুন্দর্য। উল্লেখ্য যে, উক্ত সরকারী ভূমিতে প্রায় ২০ বছর ধরে প্রতি বছর বৃক্ষরূপন দিবসে গ্রামের আপামর জনতা বিভিন্ন জাতের গাছ রোপন করে আসছে। এখন প্রতিটি গাছের মূল্য প্রায় ২০/২৫ হাজার টাকা হবে।