Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

বানিয়াচংয়ে বীর মুক্তিযোদ্ধা ও আশ্রয়ণ প্রকল্পের শীতার্তদের প্রধানমন্ত্রীর উপহার পৌছে দিলেন এমপি ময়েজ উদ্দিন শরীফ

মখলিছ মিয়া, বানিয়াচং থেকে ॥ বানিয়াচংয়ে জাতির শ্রেষ্ঠ সন্তান বীর মুক্তিযোদ্ধা ও আশ্রয়ণ প্রকল্পের শীতার্তদের মাঝে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহারের শীতবস্ত্র পৌছে দিলেন হবিগঞ্জ-২ আসনের নব নির্বাচিত সংসদ সদস্য অ্যাডভোকেট ময়েজ উদ্দিন শরীফ রুয়েল।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার হিসেবে বানিয়াচং উপজেলা প্রশাসনের সহযোগিতায় বীর মুক্তিযোদ্ধা ও আশ্রয়ণ প্রকল্পের সদস্যদের হাতে শীতবস্ত্র হিসেবে ১টি করে কম্বল তুলে দেয়া হয়। গতকাল মঙ্গলবার (২৩ জানুয়ারি) দুপুরে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ সভাকক্ষে সকল বীর মুক্তিযোদ্ধা, যোদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা ও তাদের পরিবারের মাঝে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রধানমন্ত্রীর উপহার কম্বল তুলে দেন তিনি।
এসময় প্রধান অতিথির বক্তব্যে এমপি ময়েজ উদ্দিন শরীফ রুয়েল বলেন, বীর মুক্তিযোদ্ধারা জাতির শ্রেষ্ঠ সন্তান। বীর মুক্তিযোদ্ধা ও তাদের সন্তানদের হাতে প্রধানমন্ত্রীর উপহার হিসেবে শীতবস্ত্র তোলে দিতে পেরে শান্তি পেয়েছি। আপনাদের ভালবাসার বদৌলতে আজকে আমি এমপি হতে পেরেছি। আগামী দিনগুলোতেও আমি আপনাদের পাশে চাই। আপনাদের সহযোগিতায় একটি সুন্দর ও স্মার্ট বাংলাদেশ গড়াই হবে আমাদের লক্ষ্য।
এ সময় ২০৫ জন বীর মুক্তিযোদ্ধা, যোদ্ধাহত মুক্তিযোদ্ধা ও তাদের পরিবারের মধ্যে এই কম্বল হস্তান্তর করা হয়। একই দিন সদরের ৩নং দক্ষিণ-পূর্ব বড়োবান্দ এলাকায় প্রধানমন্ত্রীর আশ্রয়ণ প্রকল্পে থাকা ৩শ পরিবারের সদস্যদের মাঝে প্রধানমন্ত্রীর উপহার তোলে দেন হবিগঞ্জ-২ আসনের সাংসদ অ্যাডভোকেট ময়েজ উদ্দিন শরীফ রুয়েল। এ সময় তিনি তাদের উদ্দেশ্যে বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা সব সময় আপনাদের পাশে থেকে আপনাদের সেবা করার জন্য আমাকে বলেছেন। আমি আপনাদের সেবায় সর্বদাই প্রস্তত। যখন যে সুবিধা আসবে ইনশাল্লাহ সেই সুযোগ সুবিধাই আপনাদের কাছে পৌছে দেয়া হবে। আপনাদের কিভাবে বিনা মূল্যে চিকিৎসা সেবা প্রদান করা যায় সেই বিষয় নিয়েও আমরা কাজ করছি। আপনাদের থাকার মত ঘর ছিল না, জায়গা ছিল না। প্রধানমন্ত্রী শেখ হাসিনা আপনাদের ঘর দিয়েছেন, জায়গা দিয়েছেন। ভবিষ্যতে আরো অনেক কিছু পাবেন।
এসময় অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কমর্কতা মোঃ মাহবুবুর রহমান, সহকারি কমিশনার (ভূমি) সাইফুল ইসলাম, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মলয় কুমার দাস, কৃষি কর্মকর্তা এনামুল হক, ৩নং দক্ষিণ পূর্ব ইউনিয়নের চেয়ারম্যান মোঃ আরফান উদ্দিন, সাবেক ছাত্রলীগ সভাপতি আব্দুল হালিম সোহেল, আসাদুজ্জামান খান তুহিন, বানিয়াচং প্রেসক্লাবের প্রচার সম্পাদক মাজহারুল ইসলাম অপু।