Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

মাধবপুর উপজেলা প্রকৌশলীর স্ত্রীর স্বীকৃতির দাবীতে প্রধান প্রকৌশলীর নিকট অভিযোগ দিয়েছে মিনা

স্টাফ রিপোর্টার ॥ মাধবপুর উপজেলা প্রকৌশলী আহম্মেদ তানজীর উল্লাহ সিদ্দীকি জুমনের প্রতারনার শিকার অসহায় এক যুবতী স্ত্রীর অধিকার পাবার আশায় সংশ্লিষ্ট কর্মকর্তাদের দ্বারে দ্বারে ঘুরে অবশেষে প্রধান প্রকৌশলীর কাছে অভিযোগ দায়ের করেছে। অভিযোগ সূত্রে জানা যায়-ময়মনসিংহ জেলার গফরগাও সদর উপজেলার গফরগাঁও গ্রামের আমান উল্লাহ ছেলে মাধবপুর উপজেলা প্রকৌশলী আহম্মেদ তানজীর উল্লাহ সিদ্দীকীর সাথে মোবাইল ফোনে পরিচয় হয় পঞ্চগ্রাম জেলার তেতুলিয়া উপজেলার দর্ত্তপাড়া গ্রামের মৃত বাদশা মিয়ার মেয়ে মোছাম্মদ মিনা’র। মোবাইল ফোনে প্রোমালাপের এক পযার্য়ে দু’জনের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে উঠে। পূর্বের স্ত্রীর কথা গোপন করে মিনাকে বিয়ে করতে প্রকৌশলী ব্যাকল হয়ে উঠে। বিভিন্ন কলা-কৌশলে মিনাকে কাছে পাবার ফন্দি আটে সে। এক সময় দু’জন দু’জনকে কাছে পেতে মরিয়া হয়ে উঠে। ফলে ২০১৩ সালের এপ্রিল মাসে জনৈক মৌলভীর মাধ্যমে বিবাহ করে ঢাকায় একটি বাসা ভাড়া নিয়া স্বামী-স্ত্রী হিসাবে জানুয়ারী ২০১৪ পর্যন্ত বসবাস করে আসছিল। এমন কি মাঝে-মধ্যে মাধবপুর উপজেলায় প্রকৌশলীর স্টাফ কোয়াটারের বাসায় মিনাকে নিয়ে অবস্থান করতেন। ১৫ জানুয়ারী ঢাকার বাসায় প্রকৌশলী অবস্থান করার পর ১৬ তারিখ মাধবপুরে উদ্দেশ্যে চলে আসে। ওই দিন বিকাল পর্যন্ত মোবাইলে দু’জনের মধ্যে যোগাযোগ থাকলেও সন্ধ্যা থেকে প্রকৌশলীর মোবাইল বন্ধ পাওয়া যায়। ফলে মিনা ছুটে আসে মাধবপুরে। অপর দিকে মাধবপুরের বাসায় ১ম স্ত্রী অবস্থান করায় বিপাকে পড়ে প্রকৌশলী। সাহায্য নেয় উপজেলা যুবলীগের এক নেতা ও তার বন্ধু জনৈক এস.আই এর। তারা মিনাকে বাসায় ডুকতে না দিয়ে মুন্সী টাওয়ারে ওই এস.আই’র বাসায় নিয়ে যায় মিনাকে। রাতে মিনাকে কয়েক দিনের মধ্যে রেজিষ্ট্রি কাবিন করে প্রকৌশলী ঘরে তুলে নিবে বলে বুঝিয়ে-সুঝিয়ে ঢাকায় ফেরত যেতে বাধ্য করে। পর দিন ভোরে ওই নেতা একটি গাড়ী ভাড়া করে তাকে ঢাকায় ফেরত পাঠায়। কিন্তু কয়েক মাস মিনার সাথে কোন যোগাযোগ না রাখায় সে সুবিচারের আশায় উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে একটি লিখিত অভিযোগ দাখিল করেন। কিন্তু সেখানেও কোন বিচার না পেয়ে অবশেষে এল.জি.ই.ডি প্রধান প্রকৌশলী বরাবরে অভিযোগ দাখিল করেছেন মিনা। অপর দিকে উপজেলা প্রকৌশলী নিজের অপকর্ম ঢাকতে বিভিন্ন মহলে দৌড়ঝাপের খবর পাওয়া গেছে।