Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

হবিগঞ্জ জেলা কল্যাণ সমিতি যুক্তরাষ্ট্র ইনক’র উদ্যোগে রাজিউড়া ইউনিয়নে শাল বিতরণ

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ জেলা কল্যাণ সমিতি যুক্তরাষ্ট্র ইনক এর উদ্যোগে হবিগঞ্জ সদর উপজেলার রাজিউড়া ইউনিয়নের শতাধিক দরিদ্র অসহায় লোকজনদের মধ্যে শীতবস্ত্র (শাল) বিতরণ করা হয়েছে। গতকাল সোমবার সানাবই গ্রামের তালুকদার বাড়িতে এসব শাল বিতরণ করা হয়। সংগঠনের সভাপতি আলহাজ্ব মোঃ আজদু মিয়া তালুকদারের সভাপতিত্বে এবং সাবেক মেম্বার শাহনেওয়াজ তালুকদার ও রাজিউড়া ইউনিয়ন আওয়ামীলীগ নেতা সাইফুল ইসলাম তালুকদারের যৌথ পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রাজিউড়া ইউপি চেয়ারম্যান বদরুল করিম দুলাল। গ্রেস্ট অব অর্নার ছিলেন পটুয়াখালীর আউলিয়াপুর ইউনিয়নের চেয়ারম্যান অ্যাডভোকেট মোঃ হুমায়ুন কবির। অনুষ্ঠানে ভার্চুয়াল বক্তব্য রাখেন হবিগঞ্জ জেলা কল্যাণ সমিতি যুক্তরাষ্ট্র ইনক এর ভারপ্রাপ্ত সভাপতি সাব্বির হোসেন ও সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন মানিক। বিশেষ অতিথি ছিলেন হবিগঞ্জ জেলা কল্যাণ সমিতি যুক্তরাষ্ট্র ইনক এর সাবেক সাধারণ সম্পাদক আকবর হোসেন স্বপন তালুকদার, ইংল্যান্ড ফয়জলুল করিম আউয়াল, ক্রীড়া সংগঠক সালেহ আহমেদ, হবিগঞ্জ সদর উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক আহমদ আলী শামীম, ইউপি সদস্যা সামছুন্নাহার, বিশিষ্ট মুরুব্বী খুরশেদ তালুকদার, সাবেক মেম্বার নিয়ামত উল্ল্যাহ খান, হাজী জিতু মিয়া তালুকদার, হাজী নেকবর হোসেন তালুকদার, যুক্তরাষ্ট্র প্রবাসী জালাল উদ্দিন তালুকদার, আব্দুল আউয়াল তালুকদার, রাজিউড়া ইউনিয়ন যুবলীগের সভাপতি হেলাল আহমেদ প্রমুখ। সার্বিক সহযোগিতায় ছিলেন যুক্তরাষ্ট্র প্রবাসী শরীফ উদ্দিন তালুকদার। অনুষ্ঠানে বক্তারা বলেন-প্রবাসে থেকে এই সংগঠনটি দীর্ঘদিন ধরেই জেলা বিভিন্ন স্থানে সামাজিক কর্মকান্ড করে যাচ্ছেন। সংগঠনটি বিগত করোনা, বন্যার সময় নগদ অর্থসহ খাদ্য সামগ্রীয় বিতরণ করেছেন। এছাড়াও গৃহহীনদের গৃহনির্মাণ, দরিদ্র পরিবারের মেয়ে বিবাহ দেওয়া, দরিদ্র ও শিক্ষা বৃত্তি প্রদানসহ এলাকার ক্রীড়া উন্নয়নেও কাজ করছে। তারা সংগঠনের সকল সদস্যদের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ূ কামনা করেন। অনুষ্ঠানের বিশেষ অতিথির বক্তব্যে সংগঠনের সাবেক সাধারণ সম্পাদক আকবর হোসেন স্বপন তালুকদার বলেন-হবিগঞ্জ জেলা কল্যাণ সমিতি যুক্তরাষ্ট্র ইনক এর পক্ষ থেকে ২০২৪ সালে রাজিউড়া ইউনিয়নের একজন দরদ্রি পরিবারের মেয়েকে বিয়ে দেওয়া হবে। এছাড়াও জেলার অন্য স্থানের আরেকটি মেয়েকেও বিয়ে দেওয়া হবে। এছাড়াও অনুষ্ঠানে হবিগঞ্জ জেলা কল্যাণ সমিতি যুক্তরাষ্ট্র ইনক এর পক্ষ থেকে একজন দরিদ্র ব্যক্তিকে ঘর নির্মাণ ও আরেক দরিদ্র মহিলাকে দুই বান ঢেউটিন দেওয়া ঘোষণা দেওয়া হয়।