Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

হবিগঞ্জ সদর হাসপাতালে নেই খাবার স্যালাইন ॥ ভোগান্তি

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ সদর হাসপাতালে ৬ মাস ধরে নেই খাবার স্যালাইন। এতে গ্রামগঞ্জ থেকে আসা রোগীরা পড়েন চরম ভোগান্তি। ঘণ্টার পর ঘণ্টা বর্হিবিভাগে টিকেট নিয়ে ডাক্তারের কাছ থেকে লিখিয়ে ডিসপেনসারীতে গেলে বলা হয় খাবার স্যালাইন নেই। এ ছাড়া পাওয়া যায় না পর্যাপ্ত পরিমাণ ওষুধ। শুধুমাত্র এন্টাসিড, প্যারাসিটামল, গ্যাস্ট্রিক ও ক্যালসিয়ামের ওষুধ ছাড়া আর কিছুই পাওয়া যায় না। এগুলো ছাড়া যাবতীয় ওষুধ বাহির থেকে কিনে আনতে হয়। খাবার স্যালাইন পর্যাপ্ত পরিমাণ রাখার কথা থাকলেও গত ৬ মাস ধরে হাসপাতালে স্যালাইন নেই। তারপরও কর্তৃপক্ষ এর কোনো ব্যবস্থা নিচ্ছে না বলে জানিয়েছেন রোগীরা। গতকাল সরেজমিনে গিয়ে দেখা যায়, রোগীরা লাইনে দাড়িয়ে খাবার স্যালাইন ও ওষুধের জন্য অপেক্ষা করছেন। কিš’ তাদের বলা হয়েছে ৬ মাস ধরে নেই স্যালাইন।