Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

নবীগঞ্জ প্রেসক্লাবের নির্বাচন অনুষ্ঠিত সভাপতি আজাদ, সম্পাদক সেলিম

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নানা জল্পনা কল্পনার পর নবীগঞ্জ প্রেসক্লাবের নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। সরাসরি গোপন ভোটের নির্বাচনে সভাপতি পদে সমকালের এম এ আহমদ আজাদ ও সাধারণ সম্পাদক পদে ভোরের ডাকের সেলিম তালুকদার নির্বাচিত হয়েছেন। বৃহস্পতিবার দুপুর থেকে বিকেল পর্যন্ত নবীগঞ্জ শহরস্থ হবিগঞ্জ জেলা পরিষদের ডাক বাংলোতে এক টানা ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। এ নির্বাচনে ১৩ পদে মোট ২০ জন প্রার্থী অংশ গ্রহণ করেন। ৩৮ জন ভোটারের মধ্যে ৩৫ জন ভোটার ভোটাধিকার প্রয়োগ করেন। প্রবাসে থাকায় তিনজন ভোটার অংশ গ্রহণ করতে পারেনি। ভোট গ্রহণ শেষে প্রধান নির্বাচন কমিশনার মোহাম্মদ নাহিজ ফলাফল ঘোষণা করেন। নির্বাচনে সভাপতি পদে দৈনিক মানবজমিনের এম এ বাছিতের প্রাপ্ত ভোট-১৩ ও দৈনিক সমকালের এম এ আহমদ আজাদ প্রাপ্ত-১৩ ভোট এবং দৈনিক সিলেট মিররের আনোয়ার হোসেন মিঠুর প্রাপ্ত ভোট-৯। দুজনের সমানসংখ্যক ভোট হওয়ায় নবীগঞ্জ প্রেসক্লাবের গঠনতন্ত্র অনুযায়ী ওইদিন সন্ধ্যায় পুনরায় ওই দুই প্রার্থীর মধ্যে গোপন ভোট গ্রহন অনুষ্ঠিত হয়। পরে দ্বিতীয় দফা নির্বাচনে এম এ বাছিত ৩ ভোট পান ও এম এ আহমদ আজাদ ২৩ ভোট পেয়ে সভাপতি নির্বাচিত হন। এ ছাড়া সাধারণ সম্পাদক পদে দৈনিক ভোরের ডাকের মোঃ সেলিম তালুকদার ২২ ভোট পেয়ে নির্বাচিত হন। তার প্রতিদ্বন্দ্বি প্রার্থী দৈনিক কালের কন্ঠের প্রতিনিধি মোঃ আলমগীর মিয়ার প্রাপ্ত ভোট-১২। সাধারণ সম্পাদক পদে ১টি ভোট বাতিল বলে গণ্য হয়। এছাড়া সহ সভাপতি পদে এম এ মুহিত, যুগ্ম সাধারণ সম্পাদক পদে তৌহিদ চৌধুরী ও অর্থ সম্পাদক পদে মোঃ শওকত আলী একক প্রার্থী হিসেবে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন। নির্বাহী সদস্য পদে ১২ জন প্রার্থীর মধ্যে নির্বাচিত হয়েছেন- রাকিল হোসেন, শাহ সুলতান আহমদ, ফখরুল আহসান চৌধুরী, উত্তম কুমার পাল হিমেল, সরওয়ার শিকদার, এম মুজিবুর রহমান, আশাহিদ আলী আশা, হাবিবুর রহমান চৌধুরী শামীম। নবীগঞ্জ প্রেসকাবের নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন মোহাম্মদ নাহিজ। অন্যান্য নির্বাচন কমিশনের সদস্যবৃন্দ হলেন হবিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি মোঃ ফজলুর রহমান, সাধারণ সম্পাদক প্রদীপ দাস, সাবেক সভাপতি রাসেল চৌধুরী, যুগ্ম সম্পাদক শাকিল চৌধুরী, প্রবাসী সাংবাদিক মতিউর রহমান মুন্না। নির্বাচন চলাকালীন সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা অনুপম দাস অনুপ, সহকারি কমিশনার (ভূমি) শাহীন দেলোয়ার, নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাসুক আলী, হবিগঞ্জ জেলা আওয়ামী লীগের সহসভাপতি অ্যাডভোকেট আবুল ফজল, সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট সুলতান মাহমুদ, কেন্দ্রীয় যুবলীগের মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক আব্দুল মুকিত চৌধুরী, বাউসা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আবু সিদ্দিক, জেলা পরিষদের সদস্য শেখ সফিকুজ্জামান শিপন, প্রবাসী আওয়ামী লীগ নেতা অনর উদ্দিন জাহিদ, শাহ তোফায়েল আহমদ, প্যানেল মেয়র জাহেদ চৌধুরী, সরকারি প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি শামীম আহমদ, যুগ্ম সম্পাদক রুবেল মিয়া, উপজেলা প্রকল্প জীবিকায়ন কর্মকর্তা সাকিল আহমেদ, যুবলীগের যুগ্ম আহবায়ক রাব্বি আহমেদ মাক্কু প্রমুখ।