Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

নবীগঞ্জে ব্যাংকে টাকা সংকট জাল টাকার ছড়াছড়ি

কিবরিয়া চৌধুরী, নবীগঞ্জ থেকে ॥ নবীগঞ্জে ঈদ ও দূর্গোৎসবের কেনাকাটায় ব্যাপক জাল টাকার ছড়াছড়ি হচ্ছে। মহাজনরা জাল টাকা ব্যবহারকারীদের আটক করলেও পুলিশের ঝামেলা এড়াতে এদের ছেড়ে দিচ্ছেন। ব্যাংকের টাকার বান্ডিল থেকেও বেরিয়ে আসছে জাল টাকার নোট। পৌরসভার বাসিন্দা অহি চৌধুরী জানান, ব্যাংক থেকে টাকা নিয়ে বান্ডিল ভেঙ্গে পাওয়া যাচ্ছে জাল টাকা। এ টাকা নিয়ে আবারো ব্যাংকে গেলে কর্তৃপক্ষ এর দায়ভার নিচ্ছেন না। পৌর এলাকার কয়েকজন বাসিন্দা জানান, জাল টাকার ফাঁদে পড়ে অনেক সাধারণ মানুষ ঈদে প্রতারণার শিকার হচ্ছেন। এদিকে ছেড়া টাকাও কোন ব্যাংক গ্রহন করছেনা। ব্যাংক থেকে ছেড়া টাকা নিলে ওই ব্যাংক তাদের টাকাই আর ফেরত নিচ্ছেনা। এতে গ্রাহকদেরকে পড়তে হচ্ছে চরম বিপাকে। এদিকে নবীগঞ্জে সোনালী, রূপালী, অগ্রণী, জনতা, উত্তরা, ইসলামী ও ব্র্যাক ব্যাংক শাখাসহ সকল ব্যাংক শাখায় দেখা দিয়েছে অর্থ সংকট। গ্রাহকদের টাকা বুঝিয়ে দিতে ব্যাংক কর্তৃপক্ষকে হিমশিম খেতে হচ্ছে। রোববার দিনভর এবং সোমবার দুপুর ২টা পর্যন্ত ব্যাংকে ছিল গ্রাহকদের উপচে পড়া ভীড়। চেক জমা দিয়েও অনেক গ্রাহক টাকা না পেয়ে ঘরে ফিরতে হয়েছে। ঈদ ও পূজার আনন্দে নবীগঞ্জে ব্যাংক শাখা সমুহের সেবায় ক্ষুব্ধ হয়েছেন গ্রাহকরা।