Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

হবিগঞ্জ শহর থেকে শিশু অপহরণের ১০ ঘন্টা পর সিলেট থেকে উদ্ধার

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহর থেকে এক শিশুকে অপহরণের ১০ ঘন্টা পর সিলেট থেকে উদ্ধার করা হয়েছে। গতকাল রাত ১১টায় অপহৃত শিশু লিংকন দাশ (৯) কে সিলেটের ছোবাহানীঘাট এলাকা থেকে তার আত্মীয়রা উদ্ধার করে।
স্থানীয় সূত্রে জানা যায়, হবিগঞ্জ শহরের যশেরআব্দা এলাকার রতিশ চন্দ্র দাস সিলেটের ভোলাগঞ্জে একটি পাথর মিলে ম্যানেজার হিসেবে কাজ করেন। সেই সুবাদে এই এলাকার খোকন দাশের সঙ্গে তার বন্ধুত্বের সম্পর্ক গড়ে উঠে। দুজনের মধ্যে বিভিন্ন বিষয় ও আর্থিক লেনদেন হয়। ভোলাগঞ্জের খোকন দাশ সম্প্রতি রতিশ দাশের কাছে ৩০ হাজার টাকা পায় বলে দাবী করে। এ নিয়ে বেশ কিছু দিন যাবত দু’জনের মধ্যে মনোমালিন্যতা চলে আসছিল। এর জের ধরে গতকাল সকালে খোকন দাশ ভোলাগঞ্জ থেকে হবিগঞ্জে আসে। এ সময় রতিশ দাশের স্ত্রীকে ফোন করে খোকন জানায় সে হবিগঞ্জে এসেছে তার ছেলেকে পাঠিয়ে তাকে নেয়ার জন্য। রতিশের স্ত্রী তার শিশু পুত্র লিংকনকে পাঠান খোকনকে নিয়ে আসার জন্য। লিংকন আসামাত্রই তাকে বিভিন্ন প্রলোবন দিয়ে খোকন তাকে নিয়ে সিলেটে রওয়ানা হয়। এ সময় লিংকনের দেরী দেখে তার মা খোকন দাশকে ফোন করলে সে বার বার ফোন কেটে দেয়। সিলেটে পৌছে খোকন মোবাইল ফোনে রতিশের কাছে ছেলেকে উদ্ধার করে নেয়া বাবদ ৫০ হাজার টাকা দাবী করে। পরে বিভিন্ন ভাবে যোগাযোগ করে সিলেটের ছোবাহানীঘাট পয়েন্টে লিংকনকে নিয়ে আসে খোকন। পরে রতিশ দাশ ও তার আত্মীয় স্বজনরা লিংকনকে উদ্ধার করে। এ রিপোর্ট লেখা পর্যন্ত ছোবাহানীঘাটের একটি মার্কেটে দু’পক্ষের মধ্যে বিষয়টি নিষ্পত্তি করার চেষ্ঠা চলছিল।