Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

নবীগঞ্জে মানবাধিকার লংঘন খোলা আকাশের নিচে একটি পরিবার

কিবরিয়া চৌধুরী, নবীগঞ্জ থেকে ॥ নবীগঞ্জে দুই সহোদরের অমানবিক নির্যাতনের শিকার হয়েছে আব্দুল হামিদের পরিবার। তাঁর পরিবারকে বাড়ি ছাড়া করার জন্য ঘরবাড়ি ভেঙ্গে ফেলেছে তারা। তাদের ভয়ে আব্দুল হামিদ ৩দিন ধরে বাড়ি ছেড়ে অন্যত্র আশ্রয় নিয়েছেন। তাঁর স্ত্রী ও স্কুল-কলেজ পড়–য়া সন্তানরা খোলা আকাশের নিচে দিনযাপন করছে। নির্যাতনের শিকার আব্দুল হামিদের বাড়ি নবীগঞ্জ উপজেলার দীঘলবাক ইউনিয়নের বাদেরায় ঘর গ্রামে। নির্যাতনকারীরা হচ্ছেন আব্দুল হামিদেরই দুই সহোদর আব্দুল মুহিত ও জাহাঙ্গীর। গতকাল শুক্রবার সরেজমিনে গিয়ে পরিবারটির করুন অবস্থা লক্ষ্য করা গেছে। আব্দুল হামিদের স্ত্রী পারভিন বেগম জানান, তারই ভাসুর আব্দুল মুহিত, দেবর জাহাঙ্গীর গংরা মিলে তাদেকে বাড়ি ছাড়া করার জন্য বসত ঘরের চালের টিন, বেড়া সহ আসবাবপত্র ভেঙ্গে দিয়েছে। এসময় তাঁর স্কুল ও কলেজ পড়–য়া মেয়েরা হামলাকারীদের বাধাঁ দিতে চাইলে তাদের উপর আক্রমন চালানো হয়। এতে মা মেয়ে গুরতর আহত হন। আহতরা হলো, আউশকান্দি রশিদিয়া পাবলিক উচ্চ বিদ্যালয় এন্ড কলেজের ২য় বর্ষের ছাত্রী সাবানা বেগম (১৮), ৪র্থ শ্রেনীর ছাত্রী রুসনা বেগম (১২), ছোট ২মেয়ে তামান্না বেগম ও লিমা বেগম। স্থানীয়ভাবে তাদের চিকিৎসা দেয়া হয়েছে। এদিকে হামলাকারীদের ভয়ে কলেজ ছাত্রী সাবানা বেগম ও স্কুল ছাত্রী রুসনা বেগম স্কুল কলেজে যাওয়া আসা বন্ধ করে দিয়েছে। এ ব্যাপারে অসহায় পরিবারের কর্তা দিন মজুর আব্দুল হামিদ জানান, তার ভাই ভাতিজারা মিলে তাঁর মাথা গুজার জায়গাটুকু কেড়ে নিতে দীর্ঘদিন ধরে চেষ্টা চালিয়ে যাচ্ছে। শেষ পর্যন্ত বাড়ি ঘর ভেঙ্গে চুরমার করেও তারা ক্ষান্ত হয়নি। তিনি আরো জানান, হামলাকারীদের ভয়ে ক’দিন ধরে স্ত্রী সন্তানদের কাছে যেতে পারছেন না। তিনি বলেন, হামলাকারীদের বিরুদ্ধে নবীগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। এ ব্যাপারে নবীগঞ্জ থানায় যোগাযোগ করা হলে অভিযোগের বিষয়ে খতিয়ে দেখা হচ্ছে বলে জানান সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।