Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

সফল জননী নারী ক্যাটাগরিতে নবীগঞ্জ উপজেলায় শ্রেষ্ট জয়িতা আকুল বেগম

স্টাফ রিপোর্টার \ আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস উদযাপন উপলক্ষ্যে “জয়িতা অন্বেষনে বাংলাদেশ” শীর্ষক কার্যক্রমের আওতায় নবীগঞ্জ উপজেলায় “সফল জননী নারী ক্যাটাগরিতে” শ্রেষ্ট জয়িতা নির্বাচিত হয়েছেন আকুল বেগম। তিনি উপজেলার ৬নং কুর্শি ইউয়িনের এনাতাবাদ গ্রামের বাংলা বাজারস্থ মাস্টার ব্রিকসের স্বত্ত¡াধিকারী মরহুম সিরাজুল ইসলাম মাস্টার এর সহধর্মীনি। মহিলা বিষয়ক অধিদপ্তর এর উদ্যোগে নবীগঞ্জ উপজেলা প্রশাসন এ কার্যক্রমের আয়োজন করে। শ্রেষ্ট জয়িতা মোছাঃ আকুল বেগম ৫ সন্তানে জননী। তার ২ ছেলে, ৩ মেয়ে স্ব-স্ব ক্ষেত্রে প্রতিষ্ঠিত। ১ম ছেলে ডাঃ খায়রুল ইসলাম হেলাল ইউনির্ভাসিটি ও বেডফোর্ডশায়ার হসপিটালে কনসালন্টেন হিসাবে নিয়োজিত। ২য় মেয়ে সালামা বেগম মৌলভীবাজার সদর উপজেলার শাহবন্দর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক, ৩য় ছেলে মঈনুল ইসলাম দুলাল ইউনির্ভাসিটি ও বেডফোর্ডশায়ার এর বিএসসি নার্সিং-এ কর্মরত। এছাড়া তিনি লুটন ইউকে এর আইএনটিভির প্রতিনিধি হিসাবে দায়িত্ব পালন করছেন। তিনি দেশের মাস্টার ব্রিকস এর পরিচালকের দায়িত্বে নিয়োজিত। ৪র্থ মেয়ে ডাঃ সাহানা সুলতানা ঢাকা ডেন্টাল কলেজ থেকে বিডিএস সম্পন্ন করে মাদার ডেন্টালে ডেস্ট্রিস হিসাবে নিয়োজিত রয়েছেন, ৫ মেয়ে সাবিনা সুলতানা নবীগঞ্জ উপজেলার এনাতাবাদ সরকারী প্রাথমিক বিদ্যালয়ে সহকারি শিক্ষক হিসাবে কর্মরত রয়েছেন। উল্লেখ্য, ২০১৮ সালে মরণব্যাধি ক্যান্সারে আক্রান্ত হয়ে মোছাঃ আকুল বেগম এর স্বামী সিরাজুল ইসলাম মারা যান। তিনি দেওতৈল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক ও মাস্টাস ব্রিকসের স্বত্ত¡াধিকারী ছিলেন। তার মৃত্যুর পর স্বামীর প্রতিষ্ঠিত ফ্যামিলি চ্যারিটি “মাস্টার ফাউন্ডেশন” দক্ষতার সাথে পরিচালনা করেন মোছাঃ আকুল বেগম। ফাউন্ডেশনের মাধ্যমে তিনি প্রতি মাসে ফ্রি মেডিকেল ক্যাম্প, রামাদ্বান ফুডপ্যাক, বার্ষিক বৃত্তি প্রদান, কম্বল বিতরণ, টিউবওয়েল বিতরণসহ বিভিন্ন ধরণের সামাজিক কর্মকান্ড পরিচালনা করছেন।