Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

মাধবপুরে বকেয়া বেতনের দাবিতে স্টার ফরসেলেইন শ্রমিকদের কর্মবিরতি

আবুল হোসেন সবুজ, মাধবপুর থেকে ॥ মাধবপুর উপজেলার শাহপুর স্টার পরসেলেইনের শ্রমিকরা বেতন বৈষম্য ও বকেয়া বেতনের দাবিতে গতকাল বৃহস্পতিবার সকালে কারখানার প্রধান ফটকে অবস্থান নিয়ে বিক্ষোভ প্রদর্শন, সমাবেশ ও কর্মবিরতী পালন করেছে। শ্রমিক নেতা আব্দুল আলী, আলী হোসেন সহ কয়েকজন শ্রমিক জানান, গত ৩ সপ্তাহ ধরে কারখানার শ্রমিকদের নিয়মিত বেতন পরিশোধ করা হচ্ছে না। এছাড়াও বাহিরাগত শ্রমিকদের দৈনিক হাজিরা ৩শ থেকে ৪শ ৪০ টাকা হলেও স্থানীয় শ্রমিকদের মজুরী দেওয়া হচ্ছে মাত্র ২শ ২০ থেকে ২শ ৪০ টাকা। তাই শ্রমিকদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়। গতকাল বৃহস্পতিবার সকালে প্রায় ৩/৪ শ শ্রমিক কারখানার প্রধান ফটকে জড়ো হয়ে বেতন বৈষম্য দূর করাসহ বয়েকা বেতন পরিশোধের দাবিতে বিক্ষোভ মিছিল, সমাবেশ ও কর্মবিরতী পালন করে। এ সময় শ্রমিকরা তাদের সাথে কারখানার প্রকৌশলী রফিক, সামছুদ্দিন ও জিয়া স্যেজন্যমূলক আচরণের অভিযোগ করেন। এ ব্যাপারে কারখানায় শ্রমিকদের দায়িত্বে থাকা প্রকৌশলী তৌফিক ও সামছুদ্দিন জানান, শ্রমিক অসন্তোষের ব্যাপারটি একেবারেই সাধারণ ঘটনা। অচিরেই আলাপ আলোচনার ভিত্তিতে এ সমস্যা সমাধান হবে।