Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

খোয়াই নদীর উত্তর পাড়ের রাস্তায় ডিভাইডার নির্মাণ কাজের উদ্বোধন

প্রেস বিজ্ঞপ্তি ॥ শহরের খোয়াই নদীর উত্তর পাড়ের রাস্তায় ডিভাইডার নির্মানের উদ্যোগ নিয়েছেন হবিগঞ্জ পৌরসভার মেয়র আলহাজ্ব জি, কে গউছ। তহবিল স্বল্পতার কারনে সড়ক ও জনপথ বিভাগ ওই ডিভাইডার নির্মানে অপারগতা প্রকাশ করায় হবিগঞ্জ পৌরসভার নিজস্ব অর্থায়নে তা নির্মানে উদ্যোগ নিয়েছেন মেয়র। খোয়াই নদীর উত্তর পাড়ে খোয়াই ব্রীজ হতে দানিয়ালপুর বানিয়াচং জীপষ্ট্যান্ড পর্যন্ত রাস্তায় ডিভাইডার নির্মানের কাজ গতকাল উদ্বোধন করেছেন হবিগঞ্জ পৌরসভার মেয়র আলহাজ্ব জি, কে গউছ। ওই রাস্তায় বিচিছন্নভাবে যানবাহন পার্কিংয়ের ফলে এলাকায় দীর্ঘদিন ধরে যানজটের সমস্যা চলে আসছিল। বিশেষ করে খোয়াই ব্রীজ সংলগ্নস্থানে হবিগঞ্জ হতে বানিয়াচংয়ের উদ্দেশ্যে যাতায়াতকারী যানবাহনগুলো এলোপাতারীভাবে পার্কিংয়ের ফলে রাস্তার শৃংখলা মারাত্মকভাবে বিনষ্ট হচেছ। এতে করে জনগনের ভোগান্তি চরম পর্যায়ে পৌছে। যানজট নিরসন ও রাস্তায় যানবাহনের শৃংখলা ফিরিয়ে আনতে হবিগঞ্জ পৌরসভার মেয়র আলহাজ্ব জি, কে গউছ ওই রাস্তায় ডিভাইডার স্থাপনের জন্য সড়ক ও জনপথের প্রতি দৃষ্টি আকর্ষণ করে জেলা উন্নয়ন সমন্বয় সভায় একাধিকবার প্রস্তাব উত্থাপন করেন। তহবিল স্বল্পতার কারনে সড়ক ও জনপথ ওই প্রকল্প হাতে নিতে অপারগতা প্রকাশ করে। পরে ওই ডিভাইডার নির্মাণে অপরগতা প্রকাশ করে এবং হবিগঞ্জ পৌরসভাকে ওই কাজের অনুমতি দিয়ে মেয়র বরাবরে পত্র প্রেরন করে সড়ক ও জনপথ বিভাগ। জনগনের দীর্ঘদিনের ভোগান্তি লাঘব করতে মেয়র তাৎক্ষনিকভাবে হবিগঞ্জ পৌরসভার নিজস্ব অর্থায়নে ওই রাস্তায় ডিভাইডার নির্মানের কাজ শুরু করেন। এরই ধারাবাহিকাতায় গতকাল নির্মান কাজ উদ্বোধন করা হয়। ডিভাইডার নির্মান এবং ডিভাইডারে বিদ্যুতের খুটি স্থাপনের কাজ প্রকল্পে অন্তর্ভূক্ত রয়েছে। হবিগঞ্জ পৌরসভা সুত্র জানিয়েছে এ প্রকল্প বাস্তবায়ন করতে ব্যয় হবে সাড়ে ২৬ লাখ টাকা যা আগামী ১৫ দিনের ভেতর সমাপ্ত হবে। এ প্রকল্প বাস্তবায়নের ফলে খোয়াই নদীর পাড়ের রাস্তার দীর্ঘদিনের যানজট ও জনদুর্ভোগ লাঘব হবে।উদ্বোধকালে মেয়রের সাথে ছিলেন পৌরকাউন্সিলর গৌতম কুমার রায়, নির্বাহী প্রকৌশলী মধুসুদন দাস প্রমুখ।