Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনী প্রচারণায় যোগ দিতে ড. মোহাম্মদ শাহ্ নেওয়াজ এখন বাংলাদেশে

স্টাফ রিপোর্টার ॥ আগামী ৭ জানুয়ারি ২০২৪ এ অনুষ্ঠিতব্য বাংলাদেশের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগের নির্বাচনী প্রচারণায় যোগ দিতে জাতিসংগের বিশেষায়িত সংস্থা আইএমও-তে নিযুক্ত বাংলাদেশের সাবেক পলিসি উপদেষ্টা ও লবিস্ট, যুক্তরাজ্য আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর অন্যতম সদস্য ও বিশিষ্ট শিক্ষাবিদ ড. মোহাম্মদ শাহ্ নেওয়াজ গতকাল সন্ধ্যায় আমিরাত এয়ারলাইনসের এক ফ্লাইটে বাংলাদেশে এসে পৌঁছেছেন। তিনি নিজ জেলা হবিগঞ্জসহ সারা দেশে বাংলাদেশ আওয়ামী লীগের পক্ষে নির্বাচনী প্রচারণায় অংশ নিবেন।
এক বিবৃতিতে রাজনীতি বিশ্লেষক ড. শাহ্ নেওয়াজ বলেন, সারা বিশ্বে বাংলাদেশ আজ উন্নয়নের রোল মডেল। জাতির জনকের সুযোগ্য কন্যা, বাংলাদেশের সফল রাষ্ট্রনায়ক, ৪ বারের নির্বাচিত প্রধানমন্ত্রী শেখ হাসিনার দূরদর্শী ও বলিষ্ট নেতৃত্বে এক অপ্রতিরোধ্য গতিতে বাংলাদেশ আজ উন্নয়নের মহাসড়কে। গত ১৫ বছরে বাংলাদেশে যে অভাবনীয় ও দৃশ্যমান উন্নয়ন হয়েছে তা আজ বিশ্বের বিশ্বয়। উন্নয়নের এই ধারাবাহিকতা অব্যাহত রাখতে দেশের বৃহত্তর স্বার্থে আবারও বাংলাদেশ আওয়ামী লীগকে নির্বাচিত করে রাষ্ট্র ক্ষমতায় নিয়ে আসতে সবাইকে একযোগে কাজ করতে হবে।
বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে উদ্দেশ্য করে তিনি আরও বলেন, নির্বাচনী অয়োজন ও কর্মযজ্ঞ থেকে নিজেদের দূরে রেখে একটি অবাধ, সুষ্ঠু, অংশগ্রহণমূলক ও গ্রহণযোগ্য নির্বাচন আশা করা যায় না। সুষ্ঠু গণতান্ত্রিক পরিবেশ সৃষ্টি ও নিয়মিত পরিচর্যার মাধ্যমে এর ক্রমাগত উৎকর্ষসাধণ সরকার ও বিরোধী দল সকলের সাংবিধানিক দায়িত্ব। একতরফা সরকারের উপর দোষ চাপিয়ে কোন রাজনৈতিক দল নিজেদের দায় এড়াতে পারেনা। দলমত ও পেশা নির্বিশেষে দেশে সকল জনগণের সম্মিলিত প্রচেষ্টায় শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন করা সম্ভব।
ভূরাজনৈতিক কারণে বিশ্বে পরাশক্তির কাছে দক্ষিণ এশিয়ায় বাংলাদেশ এক গুরুত্বপূর্ণ অংশীজন। সারা বিশ্ব আজ বাংলাদেশের আগামী নির্বাচনের দিকে থাকিয়ে আছে। স্থানীয় নির্বাচন থেকে শুরু করে জাতীয় নির্বাচন পর্যন্ত সকল নির্বাচনেই বাংলাদেশের মানুষের মাঝে এক উৎসবের আমেজ বিরাজ করে। তাই একটি উৎসব মুখর পরিবেশে দলমত নির্বিশেষে সকল রাজনৈতিক দলের অংশ গ্রহণের মধ্য দিয়ে দেশে একটি অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন করতে দেশের সকল রাজনৈতিক দল, সরকার ও নির্বাচন কমিশন ঐক্যবদ্ধ হয়ে কাজ করবেন বলে তিনি দৃঢ় আশাবাদ ব্যক্ত করেন।