Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

মাধবপুরে কৃষি জমিতে অপরিকল্পিত শিল্পায়ন ॥ নীতিমালা মানছে না কেউ ॥ সবুজের বুকে কালো ছায়া

আবুল হোসেন সবুজ, মাধবপুর থেকে ॥ কৃষি বাংলাদেশে প্রাণ। বাংলাদেশ কৃষি প্রধান দেশ। কিন্তু জনসংখ্যা বৃদ্ধির ফলে কৃষি জমিতে অপরিকল্পিতভাবে ঘর বাড়ি নির্মাণ ও শিল্পায়নের ফলে দিন দিন উদ্বেগজনক হারে কৃষি জমি কমে যাচ্ছে। কৃষি নীতিমালা অনুযায়ী কৃষি জমিতে অপরিকল্পিত শিল্পায়ন ও ইটভাটা স্থাপন হচ্ছে। এখন অহরহ কৃষককে জিম্মি করে কেউ আবার সাময়িক লোভ লালসা দেখিয়ে কৃষকদের কাছ থেকে জমিজমা কম দামে কিনে নিচ্ছে। এ ক্ষেত্রে স্থানীয় প্রভাবশালী দালালরা কৃষকদের নানাভাবে জিম্মি করে ফেলেছে। যে কৃষি জমিতে সবুজ ফসল হাওয়ায় দোল খেত এখন এসব ফসলের মাঠ শিল্পায়নের ফলে শিল্পের দূষিত বর্জ্য পানির সাথে মিশে পরিবেশ, উদ্ভিদ ও জলজ প্রাণী হুমকীর মধ্যে পড়েছে। ফসলের মাঠ যেন এখন আবর্জনার ভাগাড়ে পরিণত হয়েছে। সম্প্রতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঢাকার একটি সমাবেশে শিল্প মন্ত্রণালয়কে নির্দেশ দিয়েছেন যাতে কৃষি জমিতে শিল্প স্থাপনের অনুমতি না দেয়া হয়। কিন্তু এর আগেই মাধবপুর উপজেলার ঢাকা-সিলেট মহাসড়কের দু’পাশে দেশের নামী দামী বিভিন্ন শিল্প প্রতিষ্ঠান নির্বিবাদে কৃষি জমিতে শিল্প স্থাপন করেছে। এছাড়া অনেক প্রতিষ্ঠান শিল্প স্থাপনের জন্য জমি জমা ক্রয় করে সাইবোর্ড লাগিয়ে দিয়েছে। মাধবপুরে শাহজীবাজার এলাকায় গ্যাস ও বিদ্যুতের সহজপ্রাপ্যতার কারণে শিল্প স্থাপনে এ স্থানটি বেছে নিয়েছেন শিল্পপতিরা। রাস্তার দু’পাশে শতশত কৃষি জমির উপর শিল্প স্থাপনের ফলে শিল্পের বর্জ্য নদী নালা দিয়ে পানির সঙ্গে প্রবাহিত হয়ে ফসলী জমির ফসল জলজপ্রাণী, পরিবেশ হুমকীর মধ্যে পড়েছে। শিল্পের বর্জ্য নিজস্ব ব্যবস্থাপনায় সংরক্ষণ করার নীতিমালা থাকলেও শিল্প বিভাগের এক শ্রেণির অসৎ কর্মকর্তাদের সহযোগিতায় তারা এর তোয়াক্কা না করেই বর্জ্য অপসারণ করে চলেছে। এছাড়া ওই এলাকায় এক শ্রেণীর টাউট দালাল কৃষকের জমি ক্রয় বিক্রয়ের নামে লাখ লাখ টাকা হাতিয়ে নিচ্ছে। অনেক কৃষককে ভূয়া কাগজ পত্র তৈরী করে জমি নিবন্ধন করে দেওয়া হয়েছে। এ বিষয়ে খোদ প্রধানমন্ত্রীকে নজরদারী নেওয়ার জন্য এলাকাবাসীর পক্ষ থেকে দাবী জানানো হচ্ছে। এ ব্যাপারে কৃষি কর্মকর্তা আতিকুল হক জানান, কৃষি জমির উপরে শিল্প স্থাপনে বিধি নিষেধ থাকলেও মাধবপুরে নীতিমালা অমান্য করে ফসলি জমির উপর শিল্প স্থাপন করা হচ্ছে। এতে দিন দিন কৃষি জমি মারাত্মক হারে কমে গিয়ে ফসল উৎপাদন ব্যাহত হবে।