Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

নবীগঞ্জে জোরপূর্বক কৃষকের পাকা ধান কর্তন ॥ সাবেক কাউন্সিলর প্রাণেশ দেব ও তার ২ ভাইয়ের বিরুদ্ধে থানায় অভিযোগ

স্টাফ রিপোর্টার ॥ নবীগঞ্জে সাবেক পৌর কাউন্সিলর প্রাণেশ দেব ও তার ২ ভাইয়ের বিরুদ্ধে জোরপূর্বক কৃষকের পাকা ধান কর্তনের অভিযোগ উঠেছে। এ বিষয়ে ভূক্তভোগী কৃষক গয়াহরি গ্রামের নিপেশ চন্দ্র দেব বাদী হয়ে সাবেক কাউন্সিলর প্রাণেশ দেব, তার ভাই গণেশ দেব ও গপেশ দেব এর বিরুদ্ধে নবীগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগ সূত্রে জানা যায়, নবীগঞ্জ পৌর এলাকার গয়াহরি গ্রামের দূর্গাচরন দেবের পুত্র নিপেশ চন্দ্র দেব ও তার ভাই সাবেক কাউন্সিলর প্রাণেশ দেব, গণেশ দেব ও গপেশ দেব এর মধ্যে পৈত্রিক সম্পত্তি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। নিপেশ চন্দ্র দেব প্রতি বছরের ন্যায় এবারও গয়াহরী গ্রামে তার আবাধি জমিতে ধান চাষ করেন। ক্ষেতে ধান পাকার পর গত বৃহস্পতিবার (১৬ নভেম্বর) দুপুর ১২টার দিকে প্রাণেশ দেব ও অপর ২ ভাই হার্ভেস্টার মেশিন দ্বারা নিপেশ চন্দ্র দেবের জমির ধান জোরপূর্বক কর্তন করে নিয়ে যায়। এ সময় নিপেশ চন্দ্র দেব বাধা দিলে তাকে মারপিট ও হুমকি দিয়ে ধান কর্তন করে নিয়ে আসে।
এছাড়া নিপেশ চন্দ্র দেব এ প্রতিনিধিকে জানান- তার পিতার বাড়ী থেকে পৈত্রিক সম্পত্তির ন্যায্য পাওনা থেকে বঞ্চিত করে বসত বাড়ী থেকে বিতারিত করে দেওয়া হয়। যার ফলে আমি বর্তমানে ভাড়া বাসায় বসবাস করছি। তিনি আরোও জানান- গয়াহরি গোবিন্দ জিউর আখড়ার সম্পত্তি জাল দলিল সৃষ্টি করিয়া প্রায় ১০ কেদার ভূমি আত্মসাত করার চেষ্টা করছে। এ ব্যাপারে নবীগঞ্জ থানার সেকেন্ড অফিসার (এস.আই) স্বপন সরকার জানান- অভিযোগ দেওয়া হয়েছে, তদন্ত পূর্বক ব্যবস্থা নেওয়া হবে।