Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

মাধবপুরে গরু চুরির হিড়িক, দিশেহারা কৃষক

মাধবপুর প্রতিনিধি ॥ মাধবপুরে সাম্প্রতিককালে সিদ কাটা চুরি সহ গরু চুরি ব্যাপকহারে বৃদ্ধি পেয়েছে। গত ২ মাসে প্রায় ৫ শতাধিক গরু চুরি হয়েছে। সর্বশেষ গত ২৬ আগষ্ট মঙ্গলবার রাতে উপজেলার চৌমুহনী ইউনিয়নের সাতপাড়া গ্রামের দীনেশ দেবনাথের গোয়ালঘরের সিদ কেটে ঘরে গরু না পেয়ে পার্শ্ববর্তী আব্দুল জাহের সর্দারের বাড়িতে গোয়াল ঘরের দরজা খুলে তার ৩টি গরু নিয়ে যায় চোরেরা। ২৯ জুলাই চৌমুহনী স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ অলিপুর গ্রামের মোহন মিয়ার একটি অষ্ট্রেলিয়ান গাভী চুরি হয়। এর আগেও একই ঘর থেকে গত ডিসেম্বর মাসের ২১ তারিখ মোহন মিয়ার আরো একটি গাভী চুরি হয়। এছাড়াও গত ১ মাসে অলিপুর গ্রামের সমশের আলীর একটি ষাঁড়, মাতব্বর হোসেনের ৩টি ষাঁড়, মধু মিয়ার ২টি গাভী, মনোহরপুর গ্রামের আক্কাস আলীর একটি ষাঁড়, ভবানীপুর গ্রামের সৈয়দ আলীর ২টি ষাঁড়, গোপীনাথপুর গ্রামের আক্কাস মাষ্টারের একটি গাভী, দুর্গানগর গ্রামের ফরিদ মিয়ার ২টি গাভী ও ১টি ষাঁড়, মঙ্গলপুর গ্রামের আব্দুল গফুরের ১টি ষাঁড় ও ১টি গাভী, মেরাশানী গ্রামের গোলাম হোসেনের ১টি গাভী, সাতপাড়া গ্রামের বিল্লাল মিয়ার ১টি গাভী সহ গত ২ মাসে উপজেলার বিভিন্ন গ্রাম থেকে প্রায় ৫ শতাধিক গরু চুরি হয়। এ পর্যন্ত একটি গরুও উদ্ধার হয়নি। স্থানীয়রা জানায়, চুরির পরে খুব অল্প সময়ের মধ্যে গরুগুলো জবাই করে মাংস বিক্রি করে ফেলায় আর উদ্ধার করা সম্ভব হয়নি। এ নিয়ে ভূক্তভোগী কৃষকরা ক্ষতিগ্রস্ত হচ্ছেন। আবার কোথাও কোথাও গরুর খোঁজে বের হয়ে কৃষকরা শারীরিকভাবে লাঞ্ছিত হওয়ার খবরও পাওয়া গেছে। তবে এ ব্যাপারে কৃষকরা তাদের নাম বলতে অস্বীকার করেন।