Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

মাধবপুরে হোমল্যান্ড লাইফ ইন্স্যুরেন্সের ক্যাশিয়ারের বিরুদ্ধেঅর্ধকোটি টাকা আত্মসাতের অভিযোগ ॥ গ্রাহকদের বিক্ষোভ

মাধবপুর প্রতিনিধি ॥ মাধবপুরে হোমল্যান্ড লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের ক্যাশিয়ার আব্দুল্লাহ’র বিরুদ্ধে গ্রাহকদের অর্ধকোটি টাকা আত্মসাতের অভিযোগে বিক্ষোভ করেছেন গ্রাহকরা। এ সময় হোমল্যান্ড লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের হবিগঞ্জ জেলা ইনচার্জ এসকে বাপ্পীকে তারা ঘেরাও করে রাখে। পরে বাপ্পী গ্রাহকদেরকে ১০ সেপ্টেম্বরের ভিতরে অর্থ ফেরত না দিলে ক্যাশিয়ার আব্দুল্লাহ’র বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের আশ্বাসে গ্রাহকরা তাকে ছেড়ে দেয়। জানা যায়, মাধবপুর হোমল্যান্ড লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের ক্যাশিয়ার আব্দুল্লাহ তার নিয়োগকৃত বিভিন্ন মাঠকর্মীর মাধ্যমে এলাকার প্রায় ৩ শতাধিক লোক থেকে বাৎসরিক কিস্তিতে জীবন বীমার গ্রাহক সংগ্রহ করে। তাদের প্রতিজন বৎসরে ৩ থেকে ৫ হাজার টাকা করে কিস্তি প্রদান করে আসছে। কিন্তু গত ৪/৫ মাস যাবৎ আব্দুল্লাহ তাদের কিস্তি গ্রহণ না করে নিজে গা ঢাকা দেয়। গ্রাহকদের মোবাইল ফোনও রিসিভ করেনি সে। বিষয়টি জেলা পর্যায়ে জানাজানি হলে জেলা ইনচার্জ এসকে বাপ্পী গতকাল মঙ্গলবার বসে বিষয়টি সুরাহার জন্য তারিখ নির্ধারণ করেন। কিন্তু গ্রাহকরা উপস্থিত হলেও ক্যাশিয়ার আব্দুল্লাহ অনুপস্থিত থাকেন। এক পর্যায়ে গ্রাহকরা উত্তেজিত হয়ে জেলা ইনচার্জ এসকে বাপ্পীকে ঘেরাও করে রাখে। পরে বাপ্পী কিছু গ্রাহক নিয়ে আব্দুল্লাহর গ্রামের বাড়ি গুমুটিয়ায় আব্দুল্লাহর সঙ্গে পরামর্শ করে গ্রাহকদেরকে ১০ই সেপ্টেম্বরের মধ্যে অর্থ ফেরত দেওয়ার আশ্বাস দেন। বাপ্পী জানান, এ সময়ের মধ্যে সমস্ত গ্রাহকদের অর্থ ফেরত না দিলে তিনি নিজেই বাদী হয়ে আব্দুল্লাহর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করবেন। এ আশ্বাসে এসকে বাপ্পীকে ছেড়ে দেয় গ্রাহকরা। চানকা বুল্লা গ্রামের গ্রাহক আছমা আক্তার জানান, ২ বছরে ২ কিস্তিতে তিনি ১০ হাজার টাকা জমা দিয়েছেন। কিন্তু চলতি বছর আর আব্দুল্লাহকে খুঁেজ পাননি। কিস্তিও দিতে পারেননি। মাধবপুর রায় পাড়ার তুলশী রানী জানান, তিনি ২ কিস্তিতে ৬ হাজার টাকা জমা দিয়েছেন এখন আর আব্দুল্লাহকে খোঁজে পাচ্ছেন না। আকতা পাড়া গ্রামের চান বানু জানান, তিনি ৫ কিস্তিতে ৫ বছরে ১২ হাজার ৫শ টাকা জমা দিয়েছেন, কিন্তু চলতি বছরে আব্দুল্লাহকে খোঁজে পাচ্ছেন না। নুর জাহান বেগম জানান, ৬ বছরে ৬ কিস্তিতে তিনি ১৮ হাজার টাকা জমা দিয়েছে। এখন আব্দুল্লাহকে খোঁজে পাওয়া যাচ্ছে না। এমনিভাবে প্রায় অর্ধকোটি টাকা আব্দুল্লাহ আত্মসাত করেছেন বলে জানান গ্রাহকরা।