Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

বাহুবলে সংবর্ধনা অনুষ্ঠানে মুনিম চৌধুরী এমপি শিক্ষার হার একটা অঞ্চলের উন্নয়নের অন্যতম মানদন্ড

বাহুবল প্রতিনিধি ॥ হবিগঞ্জ-১ আসনের সংসদ সদস্য এমএ মুনিম চৌধুরী বাবু বললেন, শিক্ষহার একটা অঞ্চলের অন্যতম মানদন্ড। আঞ্চলিক উন্নয়ন তরান্বিত করতে শিক্ষার হার বাড়ানোর বিকল্প নেই। এ লক্ষ্যে সকলকে একযোগে কাজ করতে হবে। গ্রামে গ্রামে স্টুডেন্ট’স এসোসিয়েশন বাহুবল-এর মতো সংগঠন গড়ে তোলতে হবে। তবেই লক্ষ্যে পৌঁছা সম্ভব হবে। তিনি গতকাল মঙ্গলবার বেলা ১১টায় স্টুডেন্ট’স এসোসিয়েশন বাহুবল আয়োজিত কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
উপজেলা সভাকক্ষে অনুষ্ঠিত সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি এমএ মুহিত। খালেদ চৌধুরীর পরিচালনায় সভায় বিশেষ অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান মোঃ আব্দুল হাই, উপজেলা নির্বাহী অফিসার মোঃ নাজমুল হক, বাহুবল কলেজের অধ্যক্ষ আবদুর রব শাহীন, বাহুবল মডেল প্রেসক্লাব সভাপতি নূরুল ইসলাম নূর, বিশিষ্ট সাহিত্যিক সৈয়দ আব্দুল্লাহ ও প্রভাষক আইয়ূবুর রহমান। বক্তব্য রাখেন জাপা নেতা এমএ জলিল তালুকদার, স্টুডেন্ট’স এসোসিয়েশন বাহুবল-এর সাধারণ সম্পাদক জসিম উদ্দিন, সৈয়দ আনোয়ার আব্দুল্লাহ, দরবেশ মিয়া, জামাল উদ্দিন, আতাউর রহমান, শেখ পারভেজ, আবুবকর সিদ্দিক, ফেরদৌস মিয়া, ইয়াহিয়া মিয়া, বায়েজিদ মিয়া প্রমুখ। মানপত্র পাঠ করে রুমা আক্তার। সভা শেষে অতিথি ও কৃতি শিক্ষার্থীদের সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।