Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

সাংবাদিক কামরুল হাসান চৌধুরী আলীমের মৃত্যুবার্ষিকী পালিত

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ উপজেলার সিনিয়র সাংবাদিক জাতীয় দৈনিক দিনকালের প্রাক্তণ প্রতিনিধি সাংবাদিক শহীদ কামরুল হাসান চৌধুরী আলীমের ১৭তম মৃত্যু বার্ষিকী উপলক্ষ্যে দোয়া মাহফিল ও কবর জিয়ারত করা হয়েছে। গতকাল বুধবার বাদ আছর জাগো ডট নিউজ-এর আয়োজনে নবীগঞ্জ শহরের মধ্যবাজারস্থ কেন্দ্রীয় মসজিদে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। পরে চরগাঁও গ্রামে সাংবাদিক আলীমের কবরস্থান জিয়ারত করা হয়। এ সময় অন্যানের উপস্থিত ছিলেন, নবীগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি ও দৈনিক সিলেট মিররের প্রতিনিধি আনোয়ার হোসেন মিঠু, সাবেক যুগ্ম সম্পাদক ডিবিসি টিভির প্রতিনিধি মতিউর রহমান মুন্না, দৈনিক সংগ্রাম পত্রিকার প্রতিনিধি শওকত আলী, সাংবাদিক আলীমের ছেলে ছনি আহমেদ চৌধুরীসহ মুসল্লিয়ান।
কামরুল হাসান চৌধুরী আলীম ১৯৭০ সালের ১৫ জুলাই নবীগঞ্জ পৌর এলাকার চরগাঁও গ্রামের সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্ম গ্রহণ করেন। তাঁর পিতা বিশিষ্ট সালিস বিচারক জানু মিয়া চৌধুরী ও মাতা সাহেদুন নেছা চৌধুরী। তিনি নবীগঞ্জ জেকে উচ্চ বিদ্যালয় ও নবীগঞ্জ কলেজ থেকে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকে উত্তীর্ণ হয়ে শিক্ষাজীবন শেষে সাংবাদিকতা পেশায় যোগ দেন। দীর্ঘদিন জাতীয় দৈনিক দিনকাল, স্থানীয় সাপ্তাহিক স্বাধীকার, পরিক্রমাসহ বিভিন্ন জাতীয়-স্থানীয় দৈনিক ও সাপ্তাহিক পত্রিকায় সততার সহিত কাজ করেছেন। সাংবাদিক আলীম অনুসন্ধানী ও অপরাধ বিষয়ক সাংবাদিকতার কারণে একাধিকবার হামলা ও হুমকি শিকার হয়েছেন। ২০০৬ সালে ৭ই নভেম্বর সকালে নবীগঞ্জ পৌর এলাকার চরগাঁও গ্রামের নিজ বাড়িতে সাংবাদিক কামরুল হাসান চৌধুরী আলীম তাঁর আপন-চাচা ও চাচাতো ভাইদের নির্মম হামলায় গুরুতর আহত হন। পরে তাকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় ৮ নভেম্বর সকালে মৃত্যুবরণ করেন।