Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

প্রত্যাশা’র উদ্যোগে বৃক্ষরোপন ও সাধারণ জ্ঞান প্রতিযোগিতা

প্রেস বিজ্ঞপ্তি ॥ নবীগঞ্জে সেবামূলক সংগঠন প্রত্যাশার উদ্যোগে গতকাল নবীগঞ্জ পৌরসভার শিবপাশা সরকারী প্রাথমিক বিদ্যালয়ে সাধারন জ্ঞান প্রতিযোগিতার মাধ্যমে ছাত্র-ছাত্রীদের মধ্যে গাছ বিতরণ শেষে স্কুলে বৃক্ষরোপন করা হয়। এতে উপস্থিত ছিলেন ‘প্রত্যাশা’র সভাপতি এইচ.এম.মাসুদ বিননুর, শিবপাশা স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা রিজিয়া খানম চৌধুরী, সহকারী শিক্ষিকা আছিয়া খাতুন, মনীষী রাণী দাশ, জ্যোৎন্সা বেগম, মনীষা দাশ শামন্ত, তবারুক বেগম ও মিতা রায়। এছাড়াও উপস্থিত ছিলেন প্রত্যাশার সদস্যবৃন্দ ডাঃ সুজিত দাশ, আবু হাসনাত, চান্দু সূত্রধর, রুহুল আমিন, এনামুল হোসেন, ইকবাল হোসেন বাবু, মোজাম্মিল হক সাজু, সিয়াম আহমেদ, মিসবাউর রহমান, পংকজ চক্রবর্তী, প্রদীপ বিশ্বাস হৃদয়, সুকান্ত চন্দ্র সূর্য, নারায়ন চক্রবর্তী, বকুল চক্রবর্তী, নাসির নাদিম, নাঈম চৌধুরী প্রমুখ। বৃক্ষরোপন শেষে প্রত্যাশার সভাপতি বলেন ‘আমরা গাছ লাগাব’ পরিবেশ বাঁচাতে সাহায্য করব এবং অন্যকে গাছ লাগাতে উৎসাহিত করব’ প্রকল্পকে বাস্তবায়ন করতে প্রত্যেক সদস্যকে অন্তত একটি করে গাছ লাগানোর আহ্বান এবং আশে পাশের মানুষকে উৎসাহিত করুন। তিনি আরও বলেন আমাদের সংগঠনের উদ্দেশ্য নিঃস্বার্থে জন সেবা করা। তাই আমাদেরকে নিস্বার্থভাবে কাজ করার জন্য সবার সহযোগিতা কামনা করছি।