Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

হরতাল কর্মসূচিতে গণঅধিকার পরিষদের সংহতি প্রকাশ

প্রেস বিজ্ঞপ্তি ॥ গণঅধিকার পরিষদের গণসমাবেশসহ বিরোধীদলীয় সমাবেশে পুলিশী হামলার প্রতিবাদে আগামীকালের বিরোধীদলীয় হরতাল কর্মসূচিতে সংহতি জানিয়েছে গণঅধিকার পরিষদ। এর আগে গতকাল শনিবার রাজধানীর পুরনো পল্টনে বেলা ৩টায় শুরু হওয়া গণঅধিকার পরিষদসহ বিরোধীদলীয় নেতাকর্মীদের উপর অগণতান্ত্রিক ভাবে পুলিশ কর্তৃক অতর্কিত হামলা চালানো হয়।
উক্ত ঘটনায় নিন্দা জানিয়েছেন গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক ও হবিগঞ্জ জেলার আহ্বায়ক এডভোকেট চৌধুরী আশরাফুল বারী নোমান।
তিনি বলেন, ভিন্ন মত ও বিরোধী দলের নেতাকর্মীদের উপর এমন পৈশাচিকতা বরাবরই এদেশের গণতন্ত্রের জন্য অশনিসংকেত। তবে আমরা বিশ্বাস করি, এসব হামলা, নিপীড়ন-নির্যাতন ও কোনো ষড়যন্ত্রের মাধ্যমেই সরকার গণতন্ত্রকামী দেশপ্রেমিক মানুষের আন্দোলনকে প্রতিরোধ করতে পারবে না। গণতন্ত্র ও ভোটের অধিকার পুনরুদ্ধার আন্দোলনের বিজয় অত্যাসন্ন। আমরা এদেশের গণতন্ত্রকামী জনগণকে সাথে নিয়ে এদেশের গণতন্ত্র পুনরুদ্ধার করেই থামবো।
একই সাথে আজ হরতাল কর্মসূচির প্রতি সংহতি জানিয়ে তা পালন করার জন্য জেলাবাসীর প্রতি আহ্বান জানান।