Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

সিলেটের সিনিয়ির সাংবাদিক চৌধুরী মুমতাজের উপর মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে প্রতিবাদ সভা

কিবরিয়া চৌধুরী, নবীগঞ্জ থেকে ॥ সিলেটের সিনিয়ন সাংবাদিক ও দৈনিক মানবজমিনের বিশেষ প্রতিনিধি চৌধুরী মুমতাজের উপর দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহার ও পুলিশী হয়রানীর প্রতিবাদে নবীগঞ্জে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বিকেলে শহরের নতুন বাজারস্থ রাজা কমপ্লেক্সের সম্মুখে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন সাংবাদিক এম এ বাছিত। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় জাপার যুগ্ম সাংগঠনিক সম্পাদক এম এ মুনিম চৌধুরী বাবু এমপি। সমকাল প্রতিনিধি এম এ আহমদ আজাদের সঞ্চালনায় বক্তব্য দেন, নবীগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও উপজেলা জামায়াতের আমীর মাওলানা আশরাফ আলী, পৌরসভার মেয়র (ভারপ্রাপ্ত) আলহাজ¦ ছাবির আহমদ চৌধুরী, থানা বিএনপির সাধারন সম্পাদক মুজিবুর রহমান শেফু, উপজেলা জাপার সদস্য সচিব মাহমুদ চৌধুরী, উপজেলা যুবদল সভাপতি ও পৌর কাউন্সিলর এটিএম সালাম, সাধারণ সম্পাদক সোহেল আহমদ চৌধুরী রিপন, নবীগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি আনোয়ার হোসেন মিঠু, জমিয়ত নেতা মাওলানা আবদুর রকিব হক্কানী, উপজেলা জাপার সাবেক যুগ্ম সম্পাদক মুরাদ আহমদ, সাবেক যুবদল নেতা মনর উদ্দিন, জাপা নেতা এম এ খালিক, উপজেলা পাঠক জমিন যুগ্ম সম্পাদক কুহিন চৌধুরী, নবীগঞ্জ পৌর পাঠক জমিন সভাপতি ডাঃ ভুবন দাস, সাধারন সম্পাদক জহিরুল ইসলাম সোহেল, সাংবাদিক আবু তালেব, নয়া দিগন্ত নবীগঞ্জ সংবাদদাতা কিবরিয়া চৌধুরী, সাংবাদিক আশাহিদ আশা আলী আশা, আলমগীর মিয়া, আকিকুর রহমান চৌধুরী সেলিম, সেলিম তালুকদার, এনটিভি নবীগঞ্জ প্রতিনিধি মহিবুর রহমান চৌধুরী তছনু, কুর্শি ইউনিয়ন পাঠকজমিন সভাপতি ডাঃ মতিউর রহমান জামাল, সাধারন সম্পাদক ও বাস মালিক সমিতির নেতা মোদাচ্ছির মিয়া, সংবাদপত্র এজেন্ট মুশাহিদ আলী, কুর্শি ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক ওয়ারিছুল আম্বিয়া, ইউনিয়ন যুবদল সভাপতি আবু বক্কর সিদ্দিক, ছাত্রদল সভাপতি সৈয়দ শিপু আহমদ, কলেজ ছাত্রদল সভাপতি মোঃ অলিউর রহমান, সাংবাদিক বুল বুল আহমদ, বিশিষ্ট ব্যবসায়ী নাজমুল হক চৌধুরী পলাশ প্রমূখ। প্রধান অতিথির দেয়া বক্তব্যে মুনিম চৌধুরী বাবু এমপি বলেন, তদন্ত ছাড়া মামলা গ্রহণ করে লোকজনকে হয়রানী করলে পুলিশের ভাবমূর্তি ক্ষুন্ন হবে। চৌধুরী মুমতাজের মামলা প্রত্যাহার দাবি করে তিনি বলেন, সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত রহস্য উদঘাটন প্রয়োজন। প্রতিবাদ সভায় বক্তারা বলেন, সম্প্রচার নীতিমালায় গণতন্ত্র ও সংবাদপত্রের কণ্ঠরোধের অপচেষ্টা চলছে। এরই অংশ হিসেবে পুলিশের দুর্নীতি নিয়ে সংবাদ পরিবেশন করায় সিলেটের পুলিশ কমিশনার মিজানের সাজানো মামলায় সত্যের সন্ধানে নির্ভিক সাংবাাদিক চৌধুরী মুমতাজকে অন্যায়ভাবে গ্রেপ্তার করে হয়রাণী করা হয়। সভায় বক্তারা অবিলম্বে ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলা প্রত্যাহার ও দুর্নীতিবাজ পুলিশ কমিশনারের অপসারণ দাবি করেন।